দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া মিরপুর টেস্টে ছিলেন না সাকিব আল হাসান। শেষ বারের মত খেলার ইচ্ছা প্রকাশ করলেও ঘরের মাঠে আর সেই সুযোগ পাননি এই অলরাউন্ডার। তবে আলোচনার বাইরে নেই দেশের এই আলোচিত ক্রিকেটার। এবার সাকিবের গড়া একটি রেকর্ড ভেঙে তাতে নিজের নাম লেখালেন তাইজুল।
এতদিন টাইগার ক্রিকেটারদের মধ্যে ঘরের মাঠে সর্বাধিক উইকেটের মালিক ছিলেন সাকিব। ৪৫ টেস্টের ৭৬ ইনিংসে হাত ঘুরিয়ে ১৬৩ উইকেট শিকার করেছিলেন এই অলরাউন্ডার। এবার সাকিবের সেই রেকর্ড ভেঙে ঘরের মাঠে সর্বোচ্চ ১৬৫ উইকেট শিকারের নজির গড়েছেন তাইজুল ইসলাম।
আজ বৃহস্পতিবার মিরপুর টেস্টে চতুর্থ দিনে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। এদিন দ্বিতীয় ইনিংসের বোলিং করতে এসে নতুন এই রেকর্ড গড়েছেন তাইজুল। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ফাইফার তুলে নিয়েছিলেন এই স্পিনার। আর আজ ৩ উইকেট শিকারের পথেই এই কীর্তি গড়েছেন তাইজুল।
আরও পড়ুন:
» প্রথম সেশনেই হারল বাংলাদেশ, সিরিজে লিড নিল দক্ষিণ আফ্রিকা
» সতীর্থদের টিকটক করতে বলা স্ট্যাটাসটি মুছে ফেললেন সাবিনা
এর আগে প্রথমে নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করেছিলেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের পর দ্বিতীয় টাইগার বোলার হিসেবে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন তিনি। এবার ঘরের মাঠে নিজেকে ছাড়িয়ে গেলেন সবার থেকে। যেহেতু টেস্ট ক্রিকেট থেকে অনেকটা অবসর নিয়েই ফেলেছেন সাকিব, তাই এই রেকর্ড তাইজুলের নামের থাকছে দীর্ঘদিন বলাই যায়।
বর্তমানের টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলামের মোট উইকেট সংখ্যা ২০৪ টি। অপর দিকে সাকিবের সব মিলিয়ে টেস্ট উইকেট সংখ্যা ২৪৬। যেহেতু তাইজুল আরও বেশ কিছুদিন নিজের খেলা চালিয়ে যেতে সক্ষম, তাই ভবিষ্যতে সাকিবের সর্বাধিক টেস্ট উইকেট সংখ্যাও টপকে যেতে পারেন বলে ধারণা করা যায়।
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৪/এফএএস