আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন টাইগার ওপেনা তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে প্রধানমন্ত্রীর সাথে একটি ছবি শেয়ার করে লিখেছেন ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’ এ সময় তার স্ত্রী আয়েশা সিদ্দিকাও ছিলেন।
বিশেষ কোনো প্রয়োজন নয় এটি শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন তামিম। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তামিম ও তার স্ত্রীর সাথে প্রায় ৩০ মিনিট একান্তে কথা বলেন।
চলতি বছর জুলাইয়ের ৬ তারিখ আচমকাই
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যান তামিম। এরপর বিসিবি অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগে ব্যর্থ হয়। তখন মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডাক পেয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও মার্শাফির উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গণভবনে যান তামিম। এরপর অবসর ভেঙে ক্রিকেটে ফেরার কথা জানান এই বাহাতি ওপেনার।
পরে দুই মাসের বিশ্রাম শেষে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরেন তামিম। তবে সদ্য সমাপ্ত বিশ্বকাপ দলে জায়গা পাননি তামিম। বড় আসরে তার অনুপস্থিতি ভালই ভুগিয়েছে দলকে।
আরও পড়ুন: সংঘর্ষের ঘটনায় কঠিন শাস্তির মুখে ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৩/এমএ