Connect with us
ক্রিকেট

প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে ১০০তম ছক্কা হাকালেন তামিম

Tamim Iqbal
৯৭ ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন তামিম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সেরা ক্রিকেটারদের একজন তামিম ইকবাল। সম্প্রতি প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ওপেনার। এবার আরো একটি নতুন রেকর্ড গড়লেন তামিম।

বিপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০তম ছক্কা হাকানোর রেকর্ড গড়লেন তামিম। এর আগে বিদেশি ক্রিকেটাররা এই কীর্তি গড়লেও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটাই প্রথম। ৯৭ ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন তামিম।

বুধবার (১৪ জানুয়ারি) বিপিএলের ৩১তম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয় তামিমের দল ফরচুন বরিশাল। এই ম্যাচে ব্যাট হাতে ৭ চার ও ৪ ছয়ের মারে ৪৫ বলে ৭১ রান করেন তামিম। চারটি ছয়ের দ্বিতীয়টিতেই ১০০তম ছক্কার মাইলফলকে পৌঁছে যান তামিম।

বিপিএলে ছক্কা মারার দিক দিয়ে সবার ওপরে রয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ৫২ ইনিংস খেলে ১৪৩টি ছক্কা হাকিয়েছেন এই বিধ্বংসী ব্যাটার।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তামিমের পরেই যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। ৯৭ টি করে ছক্কা মেরেছেন এই দুই ক্রিকেটার।

আরও পড়ুন: ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো বরিশাল 

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট