Connect with us
ক্রিকেট

হৃদয়ের শাস্তিকে ‘হাস্যকর’ বলছেন তামিম, বিসিবির নতুন সিদ্ধান্ত

Tamim Iqbal-Tqwhid Hridoy
হৃদয়ের শাস্তি নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে বিসিবি। ছবি- সংগৃহীত

গত কয়েকদিন আগে ডিপিএলের একটি ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার তাওহীদ হৃদয়। এরপর ক্লাবের আবেদনে নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচ করা হয়। পরবর্তীতে আম্পায়ার সৈকতের আপত্তিতে এক ম্যাচের যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল সেটি পুনর্বহাল করা হয়। আর এই বিষয়টিকেই হাস্যকর মনে হয়েছে তামিম ইকবালের।

তামিম অসুস্থ হওয়ার আগে মোহামেডানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এখন মাঠের বাইরে থাকলে সতীর্থের নিষেধাজ্ঞা ইস্যুতে ছুটে এসেছেন বিসিবিতে। এটা ছাড়াও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ইস্যুতে অন্যান্য ক্রিকেটারদের নিয়ে বিসিবির সঙ্গে আজ (শুক্রবার) আলোচনায় বসেছিলে তিনি।

আলোচনা শেষে হৃদয়কে পুনরায় নিষিদ্ধ করার বিষয়টি হাস্যকর উল্লেখ করে তামিম বলেন, ‘তাওহীদ হৃদয়ের সঙ্গে মাঠে একটি ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তখন কেউই এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। আমরা খেলোয়াড়েরাও কোনো কথা বলিনি। কিছুদিন পর দেখি ওই নিষেধাজ্ঞা দুই ম্যাচ থেকে এক ম্যাচে কমিয়ে আনা হয়েছে। সেটিও ছিল বিসিবির সিদ্ধান্ত। তখনো আমরা কিছু বলিনি। গতকাল আবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কোন নিয়মে এটা হলো, কীভাবে হলো, তা আমার জানা নেই। এটা অত্যন্ত হাস্যকর এবং কোনোভাবেই এই ধরনের নিষেধাজ্ঞা মেনে নেওয়া যেতে পারে না।’

আরও পড়ুন:

» ৩ ইস্যুতে বিসিবির কাছে দ্রুত সমাধান চাইলেন তামিমরা

» বিসিবির সঙ্গে সভা শেষে সংবাদ সম্মেলনে যা জানালেন তামিম 

এই আলোচনার পরেই হৃদয়ের নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে বিসিবি। হৃদয়ের নিষেধাজ্ঞা বহাল থাকবে ঠিকই, কিন্তু সেটা আগামী মৌসুমে কার্যকর হবে। এই মৌসুমের পরবর্তী ম্যাচগুলো খেলতে পারবেন তিনি। অর্থাৎ এবারের সুপার লিগে মোহামেডানের হয়ে বাকি দুই ম্যাচ খেলতে আর কোনো বাধা নেই হৃদয়ের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘গত ১৯ এপ্রিল আম্পায়ার্স কমিটির ইস্যুকৃত শাস্তি বাতিলের সেই সিদ্ধান্তের পর দুই ম্যাচের নিষেধাজ্ঞা পুনঃবহাল করা হয়েছে। এর আগে শাস্তি প্রদানের সিদ্ধান্তটি টেকনিক্যাল গাইডলাইন অনুসারেই দেওয়া হয়েছিল, সেটি এখনও বৈধ এবং এর সঙ্গে সাংঘর্ষিক পরবর্তী আদেশটি (নিষেধাজ্ঞা বাতিল) অবৈধ হয়ে গেছে। পরবর্তী আদেশ অকার্যকর হওয়ার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরির পর সভা হয়েছে, যেখানে বিষয়টি আবারও বিবেচনায় নিয়ে ম্যাচ নিষিদ্ধের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল কমিটি। যা কার্যকর হবে ১২ মাস পর (পরবর্তী ডিপিএলের শুরুতে)।’

আগামীকাল (২৬ এপ্রিল) ডিপিএলের সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। এই ম্যাচে অধিনায়ক হিসেবেই খেলতে পারবেন তাওহীদ হৃদয়। তামিম অনুপস্থিতিতে ক্লাবটির নেতৃত্বে আছেন এই ডানহাতি ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট