Connect with us
ক্রিকেট

এসএসসি পরীক্ষার বদলে লঙ্কা সফর বেছে নিলেন তামিম

Azizul Hakim Tamim
আজিজুল হাকিম তামিম। ছবি- সংগৃহীত

নিজের শিক্ষা জীবনকে সাময়িক বিরতি দিয়ে দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন আজিজুল হাকিম তামিম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এবারের এসএসসি পরীক্ষায় না বসে শ্রীলঙ্কা সফরকে বেছে নিয়েছেন, যেখানে তিনি দলের নেতৃত্ব দেবেন ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে।

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, যেখানে যশোরের একটি স্কুল থেকে অংশগ্রহণ করার কথা ছিল তামিমের। তবে ক্রিকেটকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পরীক্ষার জন্য ছাড়পত্র দিলেও পরিবারের পূর্ণ সমর্থন নিয়ে তিনি লঙ্কা সফরের সিদ্ধান্ত নিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, ভবিষ্যতে তার উচ্চশিক্ষার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন:

» এশিয়া কাপ খেলতে এবার ভারতে যাচ্ছে পাকিস্তান

» শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয় ড্র, ফাইনালে রিয়াল মাদ্রিদ

আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচের মাধ্যমে শ্রীলঙ্কা সফর শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৬ এপ্রিল প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে, এরপর ২৮ এপ্রিল, ১ মে, ৩ মে, ৬ মে ও ৮ মে হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।

তামিমের এই সিদ্ধান্তে ক্রিকেট মহলে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, এই সফর তরুণ অধিনায়কের জন্য বড় সুযোগ, যা ভবিষ্যতে তার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে পরীক্ষার বদলে ক্রিকেট বেছে নেওয়া তার জন্য কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।

ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট