Connect with us
ক্রিকেট

ইতিহাস গড়া আম্পায়ারকে অভিনন্দন জানালেন তামিম

Tamim shoikot
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তামিম ইকবাল

বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে নতুন মাইলফলক সৃষ্টি করেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। নামটি অপরিচিত শোনালেও যারা ক্রিকেটের আম্পায়ারিংয়ের খোঁজ খবর রাখেন তাদের কাছে এটি বেশ পরিচিত নাম। ক্রিকেটের বিশ্বমঞ্চে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। তার এই অর্জনকে অভিনন্দন জানিয়ে বার্তা প্রদান করেছেন বিশ্বকাপের স্কোয়াডে না থাকা তামিম ইকবাল।

গত ৫ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর শুরু হয়। আর ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার ম্যাচে প্রথমবারের মতো ফিন্ড আম্পায়ারের ভূমিকা পালন করেন। সামনে আরো কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বও পালন করেন সৈকত।

এদিকে বুধবার (১১ অক্টোবর) তামিম তার অফিসিয়াল ফেইসবুক পেইজে শরফুদ্দৌলাকে নিয়ে লেখা একটি বার্তা শেয়ার করেন। সেখানে তামিম লিখেছেন, ‘এবারের বিশ্বকাপে শুধু বাংলাদেশ দলই নয়, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভাইও আমাদের একজন উজ্জ্বল প্রতিনিধি। দেশের প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করছেন তিনি, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় ব্যাপার।‘

‘বাংলাদেশে আম্পায়ারিং একটি প্রশংসাহীন কাজ। সেই দেশের একজন আম্পায়ার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের কঠোর অধ্যাবসায় দিয়ে। বাংলাদেশ ক্রিকেটের জন্যও এটি গর্বের ব্যাপার। বেশ কয়েকটি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন তিনি, থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবেও।’

এছাড়া তিনি বাংলাদেশের আম্পায়ারদের বাস্তবতাও তুলে ধরেন। বাংলাদেশে আম্পায়ারদের বাস্তবতা এমন যে এই আসরের আগ পর্যন্ত কোন বাংলাদেশি অ্যাম্পায়ার এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেনি। তবে শরফুদ্দৌলা ইবনে সৈকত যে লড়াই করে আজ নিজেকে এই উচ্চতা নিয়ে গেছেন তাকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

বার্তার শেষে তিনি বলেন, ‘অভিনন্দন সৈকত ভাই। আমাদের দেশের ক্রিকেটের মতো দেশের আম্পায়ারিংও এগিয়ে যাক আরও।’

আরও পড়ুন: শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব, এগিয়েছেন মুশফিক

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট