আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হয়ে গেল। এই নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে দল পাননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
মঙ্গলবার (২১ মে) কলম্বোর একটি হোটেলে আসন্ন এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে তামিমের ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার মার্কিন ডলার বা ৪৬ লাখ টাকারও বেশি। তবে তার নাম ডাকা হলে কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আরো আগেই বিদায় জানিয়েছেন তামিম। তবে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন এই ড্যাশিং ওপেনার। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালকে শিরোপা জিতিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। তবে দারুণ ছন্দে থাকা সত্ত্বেও তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কেউ।
তামিম ছাড়াও মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলামরা অবিক্রিত থেকে গেছেন। নিলাম থেকে শুধু দল পেয়েছেন তাসকিন আহমেদ। ৫০ হাজার মার্কিন ডলার বা সাড়ে ৫৮ লক্ষ টাকার ভিত্তি মূল্যে তাকে দলে ভেড়ায় কলম্বো স্ট্রাইকার্স।
তাসকিন ছাড়াও এলপিলের এবারের আসরে দেখা যাবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। নিলামের আগেই তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স।
আরও পড়ুন: আচমকা ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন টনি ক্রুস
ক্রিফোস্পোর্টস/২১মে২৪/বিটি