Connect with us
ক্রিকেট

দীর্ঘদিন পর মাঠে ফিরে প্রত্যাশিত ব্যাটিং করতে ব্যর্থ তামিম

Tamim iqbal NCL
২২ গজে ফিরেছেন তামিম ইকবাল। ছবি- এনসিএল

দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে ছিলেন দূরে। দিনের হিসেবে যা ২১৯ দিন। তবে মাঠে ফিরতে বেশ কিছুদিন ধরে করেছেন অক্লান্ত পরিশ্রম। দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে এনসিএলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে অবশেষে ২২ গজে ফিরেছেন তামিম ইকবাল। কিন্তু ব্যাট হাতে করতে পারেননি প্রত্যাশিত পারফরম্যান্স।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হয়েছে এনসিএল। যেখানে তামিম ইকবাল খেলছেন নিজের বিভাগ চট্টগ্রামের হয়ে। এই চট্রগ্রামের নেতৃত্বে রয়েছেন ইয়াসির আলি চৌধুরী। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা তামিম মাঠে ফিরে আশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন রান করতে। আজ উদ্ধোধনী দিনে রংপুরের বিপক্ষে মাঠে নামে চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তামিম ১০ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ১৩ রান। এরপর ইনিংসের পঞ্চম ওভারে মোহাম্মদ এনামুল হকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাবেক এই টাইগার অধিনায়ক। মুমিনুল হকের ইনিংস সর্বোচ্চ ২৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে চট্টগ্রাম।


আরও পড়ুন :

» বাংলাদেশের বিপক্ষে এক দশক অপেক্ষার অবসান ওয়েস্ট ইন্ডিজের

» টি-টেন খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছেন সাব্বির, খেলবেন সাকিবও


যে, বহুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন তামিম। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এছাড়াও রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে তামিম সর্বশেষ ম্যাচ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন চলতি বছরের মে মাসে। গত ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন দেশসেরা এই ড্যাশিং ওপেনার।

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২০২৪/এসআর/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট