গত ডিসেম্বরে প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপা ঘরে তুলে বাংলাদেশের যুবারা। এশিয়া কাপে ভালো পারফরম্যান্সের কারণে দু’দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বোনাস পায় ক্রিকেটাররা৷ এবার বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের থেকেও উপহার পেলেন যুব ক্রিকেটাররা।
চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এবার এই বিশ্বকাপ দলে থাকা সকল ক্রিকেটারকে একটি করে ব্যাট উপহার দিয়েছেন তামিম ইকবাল। আজ (শুক্রবার) মিরপুরে ক্রিকেটারদেরকে ব্যাটগুলো হস্তান্তর করা হয়।
ব্যাট পেয়ে খুবই উচ্ছ্বসিত হয় রাব্বি-শিবলিরা। এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা হওয়া আশিকুর রহমান শিবলি গণমাধ্যমকে জানান, ‘তামিম ভাই আমাদের ব্যাট দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। আজ আমরা সেগুলো পেয়েছি। খুবই ভালো লাগছে। এশিয়া কাপের মাঝামাঝি সময়ে কিছু কিছু ক্রিকেটার ভালো ব্যাট চাচ্ছিল। পরে হান্নান (অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হান্নান সরকার) স্যারের মাধ্যমে এসেছে। ব্যাট দেখে ভালোই মনে হয়েছে।’
এ বিষয়ে হান্নান সরকার বলেন, ‘এশিয়া কাপ চলাকালীন যুব ক্রিকেটাররা ভালো মানের ব্যাট চেয়েছিল। তখন আমি সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সাথেও যোগাযোগ করি। একপর্যায়ে তামিম ইকবাল আমাদের ৩-৪টা ব্যাট দেওয়ার কথা জানায়। পরে আবার নিজ থেকে যোগাযোগ করে যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৫ জনের জন্যই ব্যাটের ব্যবস্থা করবে বলে জানায় তামিম। সে ব্যাটগুলো পেয়ে এখন স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা অনেক উচ্ছ্বসিত।’
আগামী ১৯ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর যুবাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ২০ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরবর্তীতে গ্রুপ ‘এ’ তে থাকা আরো দুই দল – আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে রাব্বিরা।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন পরীক্ষা বাংলাদেশের
ক্রিফোস্পোর্টস/০৫জানুয়ারি২৪/এমটি