বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশকে আরেকটি সাফল্য এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের যুবারা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাক টু ব্যাক শিরোপার দেখা পেয়েছে টাইগার তরুণরা। যুবাদের এমন সাফল্যে উচ্ছ্বসিত জাতীয় দলের ক্রিকেটাররাও। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের পর যুবাদের অভিনন্দন জানান দলের সিনিয়র-জুনিয়রসহ অনেকেই।
এবার জানা গেল, এশিয়া কাপজয়ী যুবাদের ব্যাট উপহার দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার চুক্তিবদ্ধ ব্যাট কোম্পানি সি এ- এর ব্যাট উপহার দিয়েছেন এই ড্যাশিং ওপেনার। অবশ্য এশিয়া কাপ শুরুর আগেই এই উপহার দিয়েছিলেন তামিম। যুব দলের ক্রিকেটাররা দুবাই থেকে এই ব্যাট সংগ্রহ করেছে।
অবশ্য তামিমের ব্যাট উপহারের ঘটনাটি এবারই প্রথম নয়। এর আগেও যুবাদের ব্যাট উপহার দিয়েছিলেন এই ওপেনার।
আরও পড়ুন:
» ছেলেদের পর এবার মেয়েরাও বিজয় দিবস রাঙালো জয় দিয়ে
» গোল্ডেন ডাকের ম্যাচেও লিটন গড়লেন নতুন রেকর্ড
গেল বছরের ডিসেম্বরে যুব এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের এই ইভেন্টে এইটাই ছিল টাইগার যুবাদের প্রথম শিরোপা। মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলিদের এমন অর্জনে খুশি হয়ে দলের সবাইকে একটি করে ব্যাট উপহার দেন তামিম। আর সেই ব্যাট নিয়েই যুব বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল মাহফুজুর রাব্বির দল।
এবার হয়ত তামিমের আস্থা ও বিশ্বাস ছিল যুবাদের ওপর। তাই আগেভাগেই আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারদের ব্যাট উপহার দিয়েছেন জাতীয় দলের এই সিনিয়র ক্যাম্পেইনার।
এদিকে, শিরোপা নিয়ে দেশের ফিরেই ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকার মোটা অঙ্কের অর্থ পুরস্কার পায় যুবারা। কিন্তু ক্রিকেট বোর্ড থেকে এখনো কোনো পুরস্কার দেওয়ার হয়নি। তবে বোর্ড থেকেও বড় অঙ্কের অর্থ পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বাইরে থাকা বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলেই পুরস্কারের ঘোষণা আসে পারে।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১১তম আসরের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। যেখানে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী দলটিকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে যুবা টাইগাররা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাইভোল্টেজ ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ। এই টার্গেট ডিফেন্ড করতে নেমে শক্তিশালী ভারতকে ১৩৯ রানেই অলআউট করে দেয় দুই আসরের চ্যাম্পিয়নরা।
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৪/বিটি