হঠাৎ ক্রিকেটকে বিদায় বলেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার এমন আকস্মিক বিদায়ে দেশের সব ভক্ত-সমর্থকদের মনে দাগ কেটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিদায় নিয়ে অনেক তারকাদের স্ট্যাটাসও দিতে দেখা গেছে। তবে বিসিবি বস নাজমুল হাসান পাপন তামিমের বিষয়ে কথা বলতে সময় নিয়েছেন অনেক। দিন পেরিয়ে মধ্যরাতে তিনি তামিম ইস্যু নিয়ে কথা বলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর তামিমের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, তামিম মিডিয়া ডেকে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছে, এটা আমাদের জন্য অপ্রত্যাশিত।
তামিমকে দলে ফেরানো জন্য চেষ্টা শুরু করেছেন বলে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, সকাল থেকে তার সাথে যোগাযোগের চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি।
তিনি বলেন, আমি নাফিজের কাছে মেসেজ পাঠিয়েছি তার সংবাদ সম্মেলনের পর। তাতে আমি বলেছি, তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাপন দাবি করেছেন, বোর্ডের নিয়ম অনুযায়ী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র বোর্ডে জমা দেননি তামিম, শুধুমাত্র সংবাদ সম্মেলন ডেকে নিজের অবসরের কথা জানিয়েছেন।
বিসিবি বস আরও বলেন, আমরা চাইছি সে সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। সে আমাদের কাছে এখনও পদত্যাগ করেনি। তামিম এখনো গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকার আমাদের তাকে ওয়ানডে দলে। যদি সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে আমি খুশি হবো। আমরা সেটার জন্য অপেক্ষা করব।’
আরও পড়ুন: অঝোরে কেঁদে কেঁদে বিদায় নিলেন তামিম
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৩/এমএ