প্রায়শই শোনা যাচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবার জাতীয় দলে ফিরতে পারেন তামিম ইকবাল। তবে তার আগে বিপিএল দিয়ে নিজেকে পুরোপুরি মেলে ধরার চেষ্টায় থাকবেন এই ওপেনার ব্যাটার। ভক্ত সমর্থকরাও আশায় ছিলেন আরো একবার লাল সবুজের জার্সিতে দেখবেন প্রিয় ক্রিকেটারকে। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তামিম জানালেন জাতীয় দলে আর ফিরছেন না তিনি।
বিপিএল খেলতে বাংলাদেশে রয়েছে একাধিক পাকিস্তানি ক্রিকেটার। যার মধ্যে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দলটির সঙ্গে আছেন সাবেক তারকা পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যেখানে দেখা যায় এক সঙ্গে খাবার খাচ্ছেন শহীদ আফ্রিদি, মোহাম্মদ নবীরা। সঙ্গে আছেন তামিম ইকবাল ও শাহীন শাহ আফ্রিদিও।
সেই ভিডিওর এক পর্যায়ে উঠে আসে মোহাম্মদ নবী এবং তামিম ইকবালের অবসর প্রসঙ্গ। প্রথমে মোহাম্মদ নবী নিজের অবসরের পরিকল্পনা জানান। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেবেন, এরপর শুধু টি-টোয়েন্টিই খেলবেন। খাবার খেতে খেতে অনেকটা মজার ছলে আফ্রিদি নবীকে বলছিলেন, তুমি এখনও তরুণ আছো। খেলতে থাকো, অবসর নেওয়ার প্রয়োজন কী!
আরও পড়ুন:
» ৪৭ বছরের রেকর্ড ভেঙেই মাঠ ছাড়ল বুমরাহ, দুশ্চিন্তায় ভারত
» পেনাল্টি মিস, লাল কার্ড হজম, তবুও শেষের ঝলকে জিতল রিয়াল
এরপরেই পাশে ব্যাট হাতে বসে থাকা তামিম ইকবালের কাছে তার অবসর প্রসঙ্গে জানতে চান আফ্রিদি। সেসময় কোন ভাবনা না রেখেই সরাসরি তামিম জানিয়ে দেন জাতীয় দল থেকে ইতোমধ্যেই সরে দাঁড়িয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না এই টাইগার ক্রিকেটার। তিনি কি একেবারেই অবসরে চলে গেছেন এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘হ্যা, জাতীয় দল থেকে। জাতীয় দলে আর ফিরছি না।’
এ সময় ভিডিওতে আরও বিভিন্ন ইস্যুতে মজার ছলে আলাপ করেন তারা সকলে। ঢাকার রেস্টুরেন্ট এবং খাবার নিয়ম ওঠে আলোচনা। যেখানে তামিম বলেছেন তাদের ঢাকার কাচ্চি খাওয়াবে। এরপর করাচির বিরিয়ানির সঙ্গে তুলনা করে দেখার কোথাও বলেছেন এই টাইগার ক্রিকেটার।
ভিডিওর একপর্যায়ে তামিম আফ্রিদিকে জিজ্ঞেস করেন রাজনীতিতে আসার পরিকল্পনা আছে কিনা। তবে টাইগার ক্রিকেটারদের অবস্থার কথা তুলে ধরে তিনি মজার ছলে জানান, ‘তোমাদের অবস্থা দেখেছি, এখন আর আসবো না।’ সেই ভিডিওর শেষে আফ্রিদি বলেন আমরা প্রতিটি দেশের এম্বাসেডর। মাঠে লড়াই করলেও দিন শেষে সবাই একসাথে খাবার খাই।
ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৫/এফএএস