Connect with us
ক্রিকেট

ব্যাট হাতে মিরপুরে তামিম, তবে কী শীঘ্রই ২২ গজে ফিরছেন?

tamim Iqbal
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

কিছু দিন আগে থেকেই গুঞ্জন চলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই ২২ গজে প্রত্যাবর্তন করবেন তামিম ইকবাল। এর মাঝেই ব্যাট হাতে ঘাম ঝরাতে দেখা মিললো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা এই ওপেনারকে। আজ (রোববার) মিরপুরের মাঠে অনুশীলন করেছেন অনুশীলন করেছেন বাঁ-হাতি এই ব্যাটার।

গত বছরের জুলাইয়ে চট্রগ্রামে অশ্রুসিক্ত কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম। এরপর তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। যদিও বেশিদিন আর মাঠে নামা হয়নি তার। গত ওয়ানডে বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়েন এ ওপেনার।

সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে লাল-সবুজের জার্সি পড়ে তামিমকে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে দেখা মিলেছিল। এরপর তাকে নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা চললেও মাঠে দেখা যায়নি। ক্ষমতার রদবদলের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ব্যাপক পরিবর্তন এসেছে। এ থেকেই তামিমের জাতীয় দলের ফেরার গুঞ্জনও বেড়েই চলেছে।

তবে এবার হয়তো তামিমের মাঠে ফেরার ঘিরে আর বেশিদিন অপেক্ষা করা লাগবে তামিম ভক্তদের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই ২২ গজে দেখা যেতে পারে এই ক্রিকেটারকে।

আজ (রোববার) মিরপুরের ইনডোরে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা গেছে তামিমকে। তার সঙ্গে কোচ সোহেল ইসলামকেও দেখা গেছে । বর্তমান সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন সোহেল। এবার এই কোচের অধিনেই অনুশীলন শুরু করেছেন তামিম।

এছাড়াও গতকাল (শনিবার) মিরপুরে ঘাম ঝরাতে দেখা গিয়েছে তামিমকে। এদিন পেসার হাসান মাহমুদ ও স্পিনার তাইজুল ইসলামকেও দেখা গেছে তার সঙ্গে অনুশীলন করতে।

 আরও পড়ুনঃ শ্রীলংঙ্কার কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রিফোস্পোর্টস/৩ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট