Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল

Tamim Iqbal
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। 

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন।

এর আগে ২০২৩ সালের জুলাই মাসে সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন দেশ সেরা এই ওপেনার। তবে নাটকীয়ভাবে এর একদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রী অনুরোধে ফের ক্রিকেটে ফেরেন তামিম।


আরও পড়ুন :

» অবশেষে প্রথম জয় পেল সিলেট, ঢাকার টানা ৬ হার

» তাসকিনের ওপর নজর পিএসএলের দুই ফ্র্যাঞ্চাইজির!

» ৩ ম্যাচ খেলেই ছক্কা হাকানোর তালিকায় সেরা পাঁচে সাব্বির


এবার কঠিন সিদ্ধান্তটি নিয়েই ফেলেছেন তিনি।

তামিমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো–

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।

এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।

tamim-iqbal-announces-retirement

তামিমের অবসর ঘোষণা। (Tamim announces retirement) ছবি- সংগৃহিত 

২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।
ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’

আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে সাবেক অধিনায়ক তামিম ইকবালের পুনরায় জাতীয় দলে ফেরানোর চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কদিন আগে তামিমের সঙ্গে আলোচনায়ও বসে বোর্ড কর্তারা। অবশেষে জাতীয় দলকে না বলে দিলেন দেশসেরা এই ওপেনার।

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২০২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট