
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজা মারা গেছেন। তার জানাজা নামাজে শরিক হতে দেখা গেছে জাতীয় দলের সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালকে। রাজধানীর বনানীতে রবিবার বিকালে এই জানাজা নামাজে অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার রাত ৩টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুকরেমা রেজার। শারীরিক নানা জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে তিনি এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজা
তামিম ইকবাল ছাড়াও ক্রীড়াঙ্গনের তারকা ও জাতীয় ফুটবল দলের সাফজয়ী সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও জানাজায় উপস্থিত হয়েছিলেন। প্রয়াত কোকো ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়া অনুরাগী।
আরও পড়ুন
» আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে: নাহিদ রানা
» মান তো গেলই, দুঃসংবাদও সঙ্গী হলো পাকিস্তান শিবিরে
গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথমে মাইনর ও পরে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হয়ে পড়েন তামিম। তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। দ্রুত এনজিওগ্রাম করে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লাগিয়েছেন চিকিৎসকরা। অবিশ্বাস্য গতিতে হয়েছে সবকিছু।

জানাজায় শামিল ছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল।
পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে দুই দিন ভর্তি থাকার পর ঈদের আগেই বাসায় ফেরেন তামিম। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে আছেন। নতুন খবর- উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৫/এজে
