Connect with us
ক্রিকেট

বিপিএল জার্সি পরিবর্তন করলেন তামিম ইকবাল

বিপিএলের আগামী আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। ছবি- গুগল

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের একজন টাইগারদের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অভিমানে তার ক্রিকেট ছাড়া পরে কোটি ভক্তের প্রাণের দাবি ও প্রধানমন্ত্রীর আহবানে প্রত্যাবর্তন; সবকিছুই হয়েছে গত দুদিনে।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ওপেনারকে নিয়ে দেশ জুড়ে চলমান আলোচনার মধ্যেই এসেছে আরেকটি নতুন খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের আগামী আসরের জন্য জার্সি পরিবর্তন করলেন তামিম ইকবাল। তিনি ২০২৪ বিপিএল খেলবেন ফরচুন বরিশালের জার্সিতে। শুধু তাই নয় লিগে দলটির নেতৃত্বও দেবেন টাইগার কাপ্তান।

শনিবার তামিম ইকবালের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান মিজানুর রহমান।

এ নিয়ে এক ভিডিও বার্তায় ফরচুন বরিশালের চেয়ারম্যান বলেন, তামিম ইকবালকে অনেক ধন্যবাদ; ফরচুন বরিশালে আবারও যোগ দেওয়ার জন্য।

তামিম আমাদের পুরনো; পরীক্ষিত বন্ধু। আশা করি তার নেতৃত্বে আগামী আসরের জন্য আমরা ভালো একটা দল গঠন করতে পারবো।

এদিকে গত আসরে ফরচুন বরিশালের হয়ে অধিনায়কত্ব করেছিলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলটির সঙ্গে দুই বছরের অধ্যায়ের ইতি টেনেছেন তিনি। আগামী আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।

অপরদিকে গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তামিম। তবে দলটির নেতৃত্ব নেননি তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও বেশ সমৃদ্ধ তামিম। ২৪৮ ম্যাচে তার স্ট্রাইক রেট ১১৯.৭৪ ও গড় ৩২.০৮। এছাড়া করেছেন ৭১৮৮ রান।

২০২৪ সালের শুরুতে মাঠে গড়াতে পারে বিপিএলের আগামী আসর। সম্ভাব্য সময় ধরা হয়েছে আগামী বছরের জানুয়ারি।

আরও পড়ুন: অবসর ভেঙে দলে ফেরার ঘোষণা দিলেন তামিম ইকবাল

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট