দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম ইকবাল। সম্প্রতি কঠোর অনুশীলনে ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন এই টাইগার ক্রিকেটার। তবে এরই মাঝে ভারতের এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেয়েছেন তামিম। বিগ ক্রিকেট লিগের (বিসিএল) দল এমপি টাইগার্স ড্রাফট থেকে তামিমকে দলে যুক্ত করেছে।
গতকাল (শনিবার) এই ভারতীয় এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে তামিম ইকবালকে ১৫ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৭ লাখ ৮৯ হাজার টাকায় দলে নিয়েছে এমপি টাইগার্স। গতকাল রাতে নিজেদের এক অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি ক্লাবটি।
৬ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেটার ছাড়াও খেলবেন উদীয়মান অসংখ্য ক্রিকেটার। এছাড়াও লিজেন্ডস ক্রিকেট লিগের মতো অবসরপ্রাপ্ত ক্রিকেটাররাও খেলবেন এই টুর্নামেন্টে। তামিম ছাড়াও এমপি টাইগার্স দলে রয়েছেন দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অমিত মিশ্র ও জতিন সাক্সেনা।
এখন পর্যন্ত টুর্নামেন্টে শুরু হওয়ার কোন তারিখ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে এই টুর্নামেন্ট। এদিকে ১১ ডিসেম্বর থেকে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলবেন তামিম। তারপর ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলেও আছেন তিনি।
আরও পড়ুন:
» জ্যোতিদের আবদারে এবার অনুষ্ঠিত হবে নারী বিপিএল?
» শেকড় ভুলে যাননি চেলসি তারকা, নিজ কাধে টানছেন আলু-পেঁয়াজ
এদিকে মার্কি ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টে দল পেয়েছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান, সুরেশ রায়না ও শেখর ধাওয়ান এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলেকারত্নে দিলশান। এছাড়া সাবেক প্রোটিয়া তারকা ব্যাটার হার্শেল গিবস, মারকুটে ক্যারিবিয় ব্যাটার লেন্ডল সিমন্স, ও ভারতের কেদার জাদব এবং নামান ওঝারাও খেলার কথা আছে।
প্রসঙ্গত, ২০২৩ ভারত বিশ্বকাপের সময় থেকেই বিভিন্ন কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম ইকবাল। মাঝে ২০২৪ বিপিএলে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন এই টাইগার ওপেনার। এরপর জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হলেও বিভিন্ন ইস্যুতে দলে ফেরেননি নিজেই। তবে ধারণা করা হচ্ছে আসন্ন বিপিএলের পর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম।
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৪/এফএএস