Connect with us
ক্রিকেট

ভুঁড়ি নিয়েই ব্যাট হাতে স্বরূপে ফিরলেন তামিম ইকবাল

Tamim Iqbal in NCL
এনসিএলে তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন পর ব্যাট হাতে আবারও মাঠের ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। অবশ্য নিজের প্রথম ম্যাচে একদমই ছাপ রাখতে পারেননি তিনি। তবে সকলের নজর কেড়েছিল তামিমের স্থুল পেট। প্রায় সাত মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার ফল খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। সঙ্গে রান করতে না পারায় সমালোচনাও কম হয়নি।

তবে এবার ২৪ ঘন্টা না পেরোতেই সেই সমালোচনার জবাব দিয়েছেন তামিম ইকবাল। এনসিএলে আজ চট্টগ্রাম বিভাগের হয়ে দারুন ঝড়ো ফিফটি হাকিয়েছেন এই ওপেনার ব্যাটার। সিলেটের একাডেমি মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেছেন তামিম। শেষ পর্যন্ত ১২ রানে এই ম্যাচ জিতেছে তার দল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি তামিম ইকবাল। টিকে ছিলেন মাত্র ১০ বল। এক ছক্কা এবং এক চারে করেছিলেন ১৩ রান। আজ ম্যাচ শেষে তাই তিনি জানিয়েছেন পুরোপুরি মানিয়ে নিতে আরও দুই তিন ম্যাচ খেলতে চান তিনি। বিপিএল সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে চান তামিম।

আরও পড়ুন:

» নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি

» ইতিহাসের সেরা বিশ্বকাপ দেখার অপেক্ষায় রোনালদো

আজ ফিফটি করে তামিম বলেন, ‘এটা আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। অনেকদিন বাইরে থাকলে মানিয়ে নেয়া কঠিন। প্রথম ম্যাচে হয়নি, দ্বিতীয় ম্যাচে মাশাআল্লাহ ভালো হলো। পরের আরও দুইটা বা তিনটা ম্যাচ খেলতে চাই। আমার জন্য সময়টা গুরুত্বপূর্ণ, সবাই জানি সামনে বিপিএল, যা গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টও গুরুত্বপূর্ণ।’

ব্যাট হাতে স্বরূপে ফেরার ম্যাচে ৫০তম ফিফটি হাকান তামিম। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘৫০ টা ৫০! এটা বড় বিষয়। যেটা বললাম যে আমার ক্যারিয়ারটা এখন যেমন একটা পর্যায়ে আছে, যেখানে আমার চেষ্টা থাকবে যে টিমেই খেলি ভালো করার। দুইটা-তিনটা ম্যাচ ভালো করে শেষ করা। তারপর নিজেকে বিপিএলের জন্য প্রস্তুত করতে হবে।’

ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট