
ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল খান। বুকে ব্যথা অনুভব করায় তাৎক্ষণিক ভাবে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে।
বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সাবেক এই অধিনায়ক হুট করে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত জরুরি সভা স্থগিত হয়েছে। রাবীদ জানান, ‘তামিমের অসুস্থতার খবর পেয়ে আমরা এখন সেদিকে যাচ্ছি। এজন্য সভা স্থগিত করা হয়েছে।’
তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।
আরও পড়ুন:
» নেশনস লিগের সেমিতে চার পরাশক্তি, কে কার প্রতিপক্ষ?
» অবিশ্বাস্য কামব্যাক! টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিতে ফ্রান্স
প্রসঙ্গত, ডিপিএলের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জানা গেছে, টসের সময়ই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। তার অসুস্থতায় সাময়িক সময়ের জন্য খেলা বন্ধ থাকলেও পুনরায় শুরু হয়েছে ডিপিএলের সেই ম্যাচ।
তবে স্থগিত হয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের এক জরুরি বৈঠক। আজ দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেশ কিছু জরুরি বিষয় নিয়ে সভায় বসার কথা ছিলো তাদের। মিরপুর থেকে ইতোমধ্যে বিসিবির পরিচালকরা গিয়েছেন হাসপাতালে। ঢাকা থেকে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রীও পৌঁছেছেন সেখানে।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৫/এফএএস
