Connect with us
ক্রিকেট

‘বিশেষ’ সম্মাননা পদক পাচ্ছেন তামিম ইকবাল

Tamim Iqbal to receive 'special' award
একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য একুশে স্মারক সম্মাননা পদক পাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই পুরস্কার প্রদান করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করেছে চসিক।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটারদের একজন তামিম ইকবাল। দেশের ক্রিকেটে তার অবদান অনেক। তবে গত জানুয়ারিতে প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন এই ড্যাশিং ওপেনার।

অবসরের পর ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তামিম। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার হাত ধরেই টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। বিপিএলের ফাইনালে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়ে বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে তাকে সম্মাননা স্মারকও দেওয়া হয়েছিল। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশে স্মারক পেতে যাচ্ছেন এই তারকা।

আরও পড়ুন:

» নাহিদ রানার প্রশংসা করে যা বললেন রাচিন রবীন্দ্র

»দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান! 

তামিমসহ আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য একুশে স্মারক প্রদান করবে চসিক।

একুশে স্মারক সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন: বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।
ভাষা আন্দোলন: বদিউল আলম চৌধুরী (মরণোত্তর)।
চিকিৎসাবিজ্ঞান: অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।
সমাজসেবা ও গবেষণা: প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
সমাজসেবা: লায়ন কামরুন মালেক।
ক্রীড়া: তামিম ইকবাল খান।
সাংবাদিকতা: জাহেদুল করিম কচি।
সঙ্গীত: নকিব খান।

এছাড়া সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার দেয়া হবে। তারা হলেন-

কবিতা: জিললুর রহমান
প্রবন্ধ ও গবেষণা: প্রফেসর ড. সলিমুল্লাহ খান
কথাসাহিত্য: প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর)
অনুবাদ সাহিত্য: ফারজানা রহমান শিমু
শিশুসাহিত্য: মিজানুর রহমান শামীম
শিশু-চিকিৎসাসাহিত্য: প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী

আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়াম মাঠে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট