তামিম ইকবাল খান—বাংলাদেশ ক্রিকেটের এমন এক নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। তিনি শুধু ব্যাটসম্যানই নন বরং একজন নির্ভীক নেতা। তার ব্যাটিং দৃঢ়তা, সাহসী নেতৃত্ব ও দেশের প্রতি ভালোবাসা তাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য করেছে।
তামিম ইকবাল ১৯৮৯ সালের ২০ মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ক্রিকেট ছিল তাদের পরিবারের ঐতিহ্য। চাচা আকরাম খান ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সদস্য। ছোটবেলা থেকেই ক্রিকেট ছিল তামিমের নেশা। ভাই নাফিস ইকবালের পথ অনুসরণ করে তামিমও খুব অল্প বয়সেই ক্রিকেটের প্রতি আকৃষ্ট হন।
আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের অভিষেক
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের। তার ব্যাটিং নৈপুণ্য প্রথম নজর কাড়ে ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে। ওই ম্যাচে তার ৫৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ঐতিহাসিক জয় পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
আরও পড়ুন :
» আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল
» ২০২৫ সালে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা
» ২০২৫ সালে ফুটবলে বাংলাদেশের যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি
ওয়ানডে ক্রিকেটে তামিম ইকবাল
তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে সফল ব্যাটসম্যান। তিনি দেশের হয়ে সবচেয়ে বেশি রান এবং সেঞ্চুরি করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ দল একাধিক ঐতিহাসিক সিরিজে জয় পেয়েছে।
ওয়ানডে ক্যারিয়ার পরিসংখ্যান
- ম্যাচ – ২৪১
- রান – ৮,৩১৩
- সেঞ্চুরি – ১৪
- ফিফটি – ৫৬
টেস্ট ক্রিকেটে তামিম
তামিম টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ দলের অন্যতম ভরসা ছিলেন। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তার টানা দুই ইনিংসে সেঞ্চুরি তাকে বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচিতি দেয়।
তামিমের টেস্ট ক্যারিয়ার পরিসংখ্যান
- ম্যাচ – ৭০
- রান – ৫,১৩৪
- সেঞ্চুরি – ১০
- ফিফটি – ৩১
টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল
টি-টোয়েন্টি ক্রিকেটেও বাংলাদেশ দলের হয়ে তামিমের ব্যাট জ্বলে উঠেছে বহুবার। বাংলাদেশের হয়ে প্রথম একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকে।
তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ার পরিসংখ্যান
- ম্যাচ – ৭৪
- রান – ১,৭০১
- সেঞ্চুরি – ১
২০১৯ সালে তামিম ইকবাল বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে বাংলাদেশ দল পাকিস্তান, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ জয় পায়। তবে ইনজুরি এবং মানসিক চাপের কারণে তামিমের নেতৃত্ব অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়েছে। তারপরও তার অবদান নিয়ে কোনো বিতর্ক নেই।
তামিমের অবসর ঘোষণা
২০২৩ সালের জুলাই মাসে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তিনি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত ২০২৫ সালের ১০ জানুয়ারি চূড়ান্তভাবে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল।
তামিম ইকবালের উল্লেখযোগ্য অর্জন
- বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,০০০+ রান সংগ্রহ।
- তিন ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক।
- একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক।
- দেশের বাইরে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে টেস্ট সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান।
তামিম ইকবালের ব্যক্তিগত জীবন
তামিম ব্যক্তিগত জীবনও বেশ সাদামাটা। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা এবং ছেলে আরহাম ইকবালকে নিয়ে তার ছোট্ট পরিবার।
তামিম ইকবাল খান শুধু ক্রিকেটার নন তিনি বাংলাদেশ ক্রিকেটের একটি অধ্যায়। তার ব্যাটিং দক্ষতা, সাহসী মনোভাব এবং দেশের প্রতি ভালোবাসা তাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য মর্যাদা দিয়েছে। তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২০২৫/আইএইচআর/এসএ