Connect with us
ক্রিকেট

ইনজেকশন নিয়ে এশিয়া কাপ খেলবেন তামিম ইকবাল

TAMIM IQBAL
বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল (ছবি- আইসিসি)

আশা-নিরাশা দোলাচল পেরিয়েছে। তামিম ইকবালের বিদায়ও আটকেছে। এখন তামিমের মাঠে নামার অপেক্ষা। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে এশিয়া কাপে খেলা। এই টুর্নামেন্টে ইনজেকশন নিয়ে খেলবেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

আগামী সোমবার অনুশীলন ক্যাম্প শুরু হবে বাংলাদেশের, প্রাথমিক দলে আছেন ২০ ক্রিকেটার। ওই আসরেই মাঠে নামবেন তামিম। এমনটাই জানিয়েছেন বিসিবি।

বর্তমানে কোমরের হাড়ের সমস্যায় লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম। দুটি উপায়ে চিকিৎসার কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। কিছু সময়ের জন্য হলে ইনজেকশন আর দীর্ঘমেয়াদি হিসেবে অপারেশনের পরামর্শ তাদের।

জানা গেছে, অপারেশন করলে কয়েক মাস বিশ্রামেই থাকতে হতো তামিমকে। কিন্তু সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ। ছুরির নিচে গেলে দুই টুর্নামেন্টে খেলার কোনো সুযোগ থাকবে না তার। তাই স্বল্প মেয়াদি চিকিৎসা নিয়েই লন্ডন থেকে ফিরছেন তামিম। তার পিঠের নিচের অংশে দুটো ডিস্ক ক্ষতিগ্রস্ত। চিকিৎসক আপাতত ইনজেকশনের পরামর্শ দিয়েছেন তামিমকে।

এশিয়া কাপের জন্য আগামীকাল শনিবার (২৯ জুলাই) থেকে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরুর কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক। তবে এখনো দল ঘোষণা করেনি বিসিবি।

দল চূড়ান্ত করে আগামী সোমবার অনুশীলন ক্যাম্প শুরু হবে টাইগারদের। আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। খেলা হবে শ্রীলংকা ও পাকিস্তানে।

আরও পড়ুন: ২৯ বছর পর লঙ্কানদের ঘরের মাঠে ধবলধোলাই করল পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট