ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল এর এবারের আসরে ১৩তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে মাইলফলকটি পার করেন তামিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
সিলেটের মাটিতে ফরচুন বরিশালের হয়ে তামিম ম্যাচটি শুরু করেন ৭৯৯১ রান নিয়ে। ম্যাচের শুরুতে থিতু হতে কিছুটা সময় নেন বাঁহাতি এই ওপেনার। এমনকি শুরুর এক ওভারে এক রানও আসেনি তার ব্যাট থেকে। নিজে রানের খাতা খুলেন পরের ওভারে। ম্যাচের পঞ্চম ওভারে অফ স্পিনার মেহেদী হাসানের শেষ বলটি বাউন্ডারি হাকিয়ে মাইলফলক ছুঁয়ে দেন তামিম।
অনন্য এই রেকর্ডের ম্যাচে ৩৪ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন তামিম। এদিন তার দল ৫ উইকেটে ১৯৭ রানের বিশাল স্কোর গড়ে।
আরও পড়ুন :
» চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পাকিস্তানে নতুন দুশ্চিন্তা
» বার্সেলোনা এক রাতে এত সুখবর পেল!
» শেষ মুহূর্তের আক্ষেপে ইউরোপে খেলা হচ্ছে না ঋতু-সাবিনার
৮০০০ রানের মাইলফলক ছুঁতে ২৭২ ম্যাচ ও ২৭১ ইনিংস অপেক্ষা করতে হয়েছে তামিমকে। মোট ৪টি সেঞ্চুরিসহ এই ফরম্যাটে তামিমের বর্তমান রান ৮০৩১। ৩২.৯১ গড় ও ১২১.২৭ স্ট্রাইক রেটে— ৮ হাজারের ক্লাবে প্রবেশ করেন টাইগার এই ব্যাটার।
তামিম ৮০৩১ রানের মধ্যে ১৭০১ রান করেছেন জাতীয় দলের জার্সিতে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বিপিএলেই করেছেন ৩ হাজার ৫৮৩ রান।
টি-টোয়েন্টিতে তামিমের পর বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ স্কোর যাদের-
নম্বর | নাম | রান |
দ্বিতীয় সর্বোচ্চ | সাকিব আল হাসান | ৭৪৩৮ |
তৃতীয় সর্বোচ্চ | মাহমুদউল্লাহ রিয়াদ | ৬০৯০ |
ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২০২৫/এসএ