চলমান বিশ্বকাপে বাংলাদেশের ওপেনার হিসেবে ম্যানেজমেন্টের প্রথম পছন্দে ছিলেন তানজিদ তামিম। তবে ম্যানেজমেন্টের সেই আস্থার প্রতিদান নিতে পারেননি তিনি। এবার হয়তো তারই পরিবর্তে শেষ ম্যাচে সুযোগ পেতে যাচ্ছেন সাকিবের পরিবর্তে দলে ডাক পাওয়া এনামুল হক বিজয়।
বিশ্বকাপের দল ঘোষণা পর থেকেই বাংলাদেশ দল নিয়ে সমালোচনার শেষ নেই। সিনিয়র তামিম দলের জায়গা না পাওয়ায় ম্যানেজমেন্টের আস্থা ছিল জুনিয়র তামিমে। দলে ব্যাকআপ ওপেনার না থাকায় প্রতিটি ম্যাচেই একাদশে ছিলেন তামিম।
তবে পুরো বিশ্বকাপ জুড়ে ভারতের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি সকল ম্যাচেই ব্যর্থ তামিম। প্রথমে টিম ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রাখলেও এখন হয়তো তা আর নেই। কারণ সাকিবের পরিবর্তে দলে ডাক পেয়েছেন একজন ওপেনার।
সাধারণত ইনজুরি জনিত কোন সমস্যা হলে দলে একজন অলরাউন্ডারের পরিবর্তে আরেকজন অলরাউন্ডারকেই ডাকা হয়। কিন্তু শেষ ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। যা থেকে কিছুটা ধারণা করা যায় যে, শেষ ম্যাচে হয়তো ওপেনিং দ্বৈরথে কিছুটা পরিবর্তন দেখা যাবে।
বাংলাদেশের হয়ে সবশেষ সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন বিজয়। এশিয়া কাপের সে ম্যাচে ভারতের বিপক্ষে ১১ বলে মাত্র ৪ রান করেন তিনি। পরে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সুযোগ না মিললেও অধিনায়কের চোট বিশ্বকাপে খেলার সুযোগ এনে দিল এই টপ অর্ডার ব্যাটসম্যানের সামনে।
গতকাল (৬ নভেম্ভর) শ্রীলংকার বিপক্ষে ম্যাচ চলাকালীন পাওয়া চোটে এক ম্যাচ আগেই বিশ্বকাপ শেষ সাকিবের। বিসিবির ফিজিওর কথা মতো, আগামী তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বাংলাদেশ অধিনায়ক। যার ফল্র শেষ ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।
আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই আবারও ঢাকায় লিটন
ক্রিফোস্পোর্টস/০৭নভেম্বর২৩/এমটি