Connect with us
ক্রিকেট

ব্যাট হাতে চেনা রূপে তামিম, তবে হাতছাড়া করলেন সেঞ্চুরি

Tamim misses a century in NCL T20
এনসিএল টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তামিম। ছবি- সংগৃহীত

চলমান ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দিয়ে দীর্ঘ ৭ মাস পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল। যদিও ফেরার ম্যাচে ব্যাট হাতে রাঙাতে পারেননি এই সাবেক টাইগার অধিনায়ক। তবে পরবর্তীতে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। ব্যাট হাতে ফিরেছেন চিরচেনা রূপে।

এনসিএল টি-টোয়েন্টিতে নিজ দল চট্টগ্রামের হয়ে আজ (রবিবার) চতুর্থ ম্যাচে মাঠে নেমেছেন তামিম। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল বরিশাল বিভাগ। এ ম্যাচে প্রতিপক্ষ বোলারদের ওপর ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন এই ওপেনার। খেলেছেন ৫৪ বলে ৯১ রানের বিধ্বংসী এক ইনিংস। যেখানে ৭টি চার ও ৬টি ছক্কার মার ছিল।

এদিন ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ঠান্ডা মেজাজে ব্যাট করেন তামিম। অর্ধশতক তুলে নিতে খেলেন ৩৭ বল। তবে অর্ধশতক পূরণের পর আগ্রাসী হয়ে ওঠেন এই ওপেনার। মেহেদি হাসানের বলে বোল্ড হওয়ার আগে শেষ ১৭ বলে যোগ করেন ৪১ রান।

Tamim vs Barishal

মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন এই ড্যাশিং ওপেনার। ছবি- সংগৃহীত 

আরও পড়ুন:

» সাকিবের দুঃসময়ে পাশে দাঁড়াল বিসিবি

» টি-টোয়েন্টি সিরিজের কঠিন চ্যালেঞ্জ নিয়ে যা বলছেন অধিনায়ক লিটন 

তামিমের ৯১ এবং মাহমুদুল হাসান জয়ের ২২, সাব্বির হোসেন শিকদারের ২১ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় চট্টগ্রাম। বরিশালের পক্ষে মেহেদি হাসান সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন।

এর আগে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফেরার ম্যাচে রংপুরের বিপক্ষে নিজেকে মেলে ধরতে পারেননি তামিম। কিছুটা আগ্রাসী হওয়ার চেষ্টা করেও ১০ বলে ১৩ রান করে ফিরে যান এই ওপেনার। এরপর সিলেটের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের জয়সূচক ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি। এরপর ঢাকার বিপক্ষে স্বল্প রান তাড়া করতে নেমে ২৯ বলে করেন ২১ রান।

সবমিলিয়ে দীর্ঘদিন পর বাইশ গজে ফিরে ব্যাট হাতে বেশ ভালো সময় পার করছেন তামিম। আসন্ন বিপিএলের আগে নিজের প্রস্তুতিটাও ঠিকঠাক সেরে নিচ্ছেন এই ড্যাশিং ওপেনার।

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট