Connect with us
ক্রিকেট

রংপুরের কাছে হেরে মেজাজ হারালেন তামিম, কী ঘটেছিল?

Tamim lost his temper after losing to Rangpur
ম্যাচশেষে মেজাজ হারান তামিম। ছবি- সংগৃহীত

চলমান বিপিএলের ফাইনালের আগেই যেন এক ফাইনাল দেখে ফেলল ক্রিকেটপ্রেমীরা। আসরের দুই অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের রাইভালারি বেশ জমে উঠেছে। এবারের আসরে প্রথম দেখায় রংপুর হেসেখেলে জিতলেও দ্বিতীয় ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। সিলেটে হাইভোল্টেজ এই ম্যাচটি জয়ে শেষ ওভারের আগ পর্যন্ত ফেভারিট ছিল বরিশাল। তবে শেষ ওভারে এক স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন নুরুল হাসান সোহান। প্রায় হেরে যাওয়া ম্যাচটিতে শেষ ওভারে ৩০ রান নিয়ে দলকে জিতিয়েছেন রংপুরের অধিনায়ক।

এমন অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষে ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা। জিতে যাওয়া ম্যাচ হারের পর মেজাজ হারান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। কেন মেজাজ হারান এই ওপেনার, আসলে কী ঘটেছিল?

ম্যাচে শেষ ওভারে যখন কাইল মায়ার্সের ওভারে একের পর এক চার-ছক্কা হাঁকাচ্ছিলেন সোহান, তখনই ড্রেসিংরুমে কিছুটা উত্তপ্ত দেখা যায় তামিমকে। তবে ম্যাচশেষে মেজাজ হারান তিনি। রংপুর শিবিরের দিকে তেড়েফুঁড়ে যেতে দেখা যায় তাকে। এ সময় তাকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় তাকে শান্ত করার চেষ্টা করে সোহান। এরপরও তামিম তেড়ে যেতে চাইলে তাকে জোর করে সরিয়ে নেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিন।

আরও পড়ুন:

» টানা দুই জয়ে শ্রীলঙ্কায় সিরিজ ড্র করল বাংলাদেশ

» শেষ ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন সোহান

পরবর্তীতে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালকে। এ সময় তিনি বলেন, ‘এ ধরনের ম্যাচ হারলে একটা ইমোশন থাকে। তবে সিরিয়াস কোনো কিছু ঘটেনি।’

এছাড়া আজকে রংপুরের জয়ের নায়ক সোহানের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা আমি কাছ থেকে দেখিনি কি হয়েছে। হয়ত পরে জানতে পারবো। তবে কিছু একটা হয়েছে।’

এদিন শেষ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। তখন স্ট্রাইক প্রান্তে ছিলেন সোহান এবং বোলিংয়ে আসেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স। এরপরেই অবিশ্বাস্য এক ব্যাটিং করেন সোহান। তিন চার ও দুই ছক্কার মারে প্রথম ৫ বলেই ২৪ রান তুলে নেন তিনি। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রান। তবে তিনি বল উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন।

উল্লেখ্য, বিপিএলের ১৩তম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। সিলেট টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স।

ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট