দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের বৈশ্বিক এ আসরটি সামনে রেখে দল গুছাচ্ছে সব দেশ। এই ফরম্যাটে নিজেদের শক্তি ইতোমধ্যেই জানান দিয়েছে বাংলাদেশ। অনেক আগে থেকেই বিশ্বকাপ স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বিসিবির নির্বাচক প্যানেল।
তবে সব আলোচনায় দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন উপেক্ষিত। বিশ্বকাপ স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ক্রিকেটাঙ্গনের একাংশ। তবে অনেকেই বলছেন, মাহমুদউল্লাহর এবার থামা উচিত।
বাংলাদেশকে অসংখ্য ম্যাচ জয়ী ইনিংস উপহার দেওয়া এই ক্রিকেটারকে নিয়ে এবার মুখ খুলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর একদিন আগে রবিবার সাংবাাদিকদের তামিম বলেন, আমার মনে হয় তিনি অবশ্যই আমাদের পরিকল্পনায় রয়েছেন। এই মুহূর্তে যে দলে নেই কিন্তু প্রিমিয়ার লিগে ভালো করছে; আমরা তাদের নিয়ে অবশ্যই কথাবার্তা বলছি।
টাইগার কাপ্তান বলেন, আমার মনে হয় রিয়াদ ভাই ও আফিফ আমাদের হিসাবে আছে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ একটা বড় সুযোগ। তবে যেকোনো একটা সময় এক্সপেরিমেন্ট বন্ধ করতে হবে। সর্বোচ্চ ম্যাচ খেলাতে হবে বিশ্বকাপের স্কোয়াডে যারা থাকবেন।
প্রসঙ্গত, ভারতে চলতি বছরের অক্টোবরে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরটি সামনে রেখে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ। কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা একটা পর্যায়ে বন্ধ করতে হবে, সেটাই মনে করে দিয়েছেন তামিম।
আরও পড়ুন: ৯ বছর অপেক্ষার পর মর্যাদার মুকুট রিয়াল মাদ্রিদের
ক্রিফোস্পোর্টস/৭মে২৩/এসএ