দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে আগামী ডিসেম্বরে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দিয়ে বাইশ গজে ফেরার কথা ছিল দেশসেরা ওপেনারের। তবে এই টুর্নামেন্টে ফিরতে ফিটনেস পরীক্ষায় পাস করতে হতো তারকাকে।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ (বুধবার) মিরপুরে ফিটনেস পরীক্ষা দিয়েছেন তামিম। যেখানে ভালোভাবেই পাস করেছেন এই ওপেনার।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিমের ফেরা নিয়ে ছিল ব্যাপক আলোচনা। নানা রকম প্রশ্ন নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে চলেছিল জল্পনা-কল্পনা। এবার সবকিছু উড়িয়ে দিয়ে বাইশ গজে ফিরছেন এই তারকা। ইতোমধ্যে ফিটনেস টেস্টে পাস করায় খেলতে আর কোনো বাঁধা নেই দেশসেরা এই ওপেনারের। সুতরাং এখন শুধু মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।
আরও পড়ুন:
» আইসিসি থেকে বড় সুখবর পেলেন তাসকিন-জাকের
» দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি তুলে রেকর্ডবুকে ভারতীয় ক্রিকেটার
চলতি বছরের ঢাকা প্রিমিয়ার লিগের পর থেকেই মাঠের বাইরে ছিলেন তামিম। তবে আসন্ন টি-টোয়েন্টি এনসিএল এবং বিপিএলের জন্য প্রস্তুত হতেই কয়েক সপ্তাহ ধরে ঘাম ঝরাচ্ছেন তিনি।
গত আসরে বরিশালকে নেতৃত্ব দিয়ে বিপিএল শিরোপা জেতান তামিম। এবারও থাকছেন দলের নেতৃত্বে। ফলে বিপিএলকে লক্ষ্য করে প্রস্তুতির মঞ্চ স্বরূপ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টকে বেছে নিয়েছেন তিনি। এই টুর্নামেন্টে নিজের বিভাগ চট্টগ্রামের হয়ে মাঠে নামবেন এই সাবেক ওয়ানডে অধিনায়ক।
উল্লেখ্য, ২০১০ সালের পর প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে ৮টি দল অংশগ্রহণ করবে। আগামী ১১ ডিসেম্বর এই টুর্নামেন্টের পর্দা উঠবে, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/এসআর/বিটি