সদ্য সমাপ্ত বিপিএলের দশম আসর শেষ হয়েছে বেশ জমজমাট ভাবেই। গোটা টুর্নামেন্টে ছিল দেশি ক্রিকেটারদের জয়জয়কার। তার মধ্যে কিছু তরুণ ক্রিকেটারও দেখিয়েছেন দারুন পারফরমেন্স। অভিজ্ঞ ক্রিকেটাররাও হয়ে উঠেছিলেন দলের ভরসার নাম। বিপিএল শেষে তাই শিরোপা জয়ী অধিনায়ক তামিম ইকবাল সংবাদ সম্মেলনে এসে করেছেন সেসব ক্রিকেটারদের প্রশংসা।
তরুণ ক্রিকেটারদের মধ্যে দুইজনের খেলা বেশ মনে ধরেছে তামিমের। একজন হলেন তাওহীদ হৃদয়, যিনি ফাইনাল পর্যন্ত দলকে দিয়ে গেছেন সার্ভিস। আরেকজন হলেন দুর্দান্ত ঢাকার দুর্দান্ত বোলার শরিফুল ইসলাম। আগেভাগেই তার দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও তিনি হয়েছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। তাই তাদের প্রশংসায় ভাষাতে কার্পণ্য করেননি তামিম।
এদিকে সাকিব টুর্নামেন্টের শুরুর দিকে নিজেকে মেলে ধরতে না পারলেও তামিম ইকবালের কন্ঠে শোনা গেছে তাকে নিয়েও প্রশংসা। তামিম বলেন, ‘ সাকিব ব্যাটে বলে ভালো করেছে। যদিও সে টুর্নামেন্টের শুরুর দিকে ভালো শুরু করতে পারেননি, তবে আসরের মাঝে এবং শেষের দিকে দারুন খেলেছে ও।’
এছাড়া চলতি ১৪ ম্যাচে প্রায় ৩৯ গড়ে ৪৬২ রান করে তাওহিদ হৃদয় সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ দুইয়ে থেকে আসর শেষ করেছেন। যেখানে এক সেঞ্চুরি ও দুই ফিফটির পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল দেড়শর বেশি। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ওভার প্রতি ৮-এর কম রান দিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ২২ উইকেট তুলে নিয়েছেন শরিফুল ইসলাম।
তামিম আরও বলেন, ‘পারফরমেন্সের কথা বললে এখানে কয়েকটা নাম সামনে আসবে। শরিফুলের কথা চিন্তা করলে, সে গোটা আসলে দুর্দান্ত বোলিং করেছেন। যদিও তার দল বেশিদূর যেতে পারেনি। তৌহিদ হৃদয়, আমার মনে হয় ও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। দলে তার প্রভাব ছিল ব্যাপক। ও যেদিন যেদিন রান করেছে দলের জন্য ভালো ইম্প্যাক্ট রেখেছে।’
আরও পড়ুন: বরিশালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সাকিবের রংপুর
ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/এফএএস