Connect with us
ক্রিকেট

দাবাড়ু জিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তামিম

Tamim provided financial assistance to the family of chess player Zia
জিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তামিম। ছবি- সংগৃহীত

মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। বাংলাদেশের দ্বিতীয় গ্র‍্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর পর আর্থিক সংকটে ভোগা তার পরিবারের পাশে দাড়িয়েছেন সাবেক টাইগার কাপ্তান। জিয়ার পরিবারকে আর্থিকভাবে সহায়তা করেছেন দেশসেরা এই ওপেনার।

গত জুলাইয়ে দাবার ম্যাচ চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। তার পরিবারে রয়েছে একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার ও তার স্ত্রী লাবণ্য। তবে জিয়ার মৃত্যুর পর আর্থিক সংকটে পড়ে তারা পরিবার। দাবা ফেডারেশন থেকে সহায়তা পাওয়ার কথা থাকলেও এখনও কোনো সহায়তা পায়নি তার পরিবার।

জিয়ার পরিবারের এমন সংকটে পাশে দাড়িয়েছেন তামিম। তার পরিবারকে ৫লাখ টাকার দিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মিরপুর স্টেডিয়ামের ইনডোরে জিয়ার স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখা করেন তামিম। আর সেখানেই জিয়ার স্ত্রীর হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন তামিম।

আরও পড়ুন:

» বিপিএল-২০২৫ : সাকিব ইস্যুতে সামনে এলো নতুন তথ্য

» ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে নাম সরানো হলো সাকিবের, কিন্তু কেন?

এ প্রসঙ্গে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে জিয়ার স্ত্রী জানান, ‘তামিম ভাই আমাকে যে কোনো সমস্যায় যেন উনার সঙ্গে যোগাযোগ করতে বলেছে। আর ছেলেকে পড়াশোনা এবং খেলাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে বলেছেন।’

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জিয়ার পরিবারের পাশে দাড়াতে চায় বলে জানিয়েছেন লাবন্য। তিনি বলেন, সিইও সুজন ভাই (নিজামউদ্দীন চৌধুরি) বলেছেন একটা আবেদন করতে। সামনে তাহসিনের খেলায় বিসিবি সহায়তা করতে চায়। সভাপতির কাছে একটা আবেদন করতে বলেছেন সুজন ভাই।’

জিয়ার ছেলে তাহসিনও একজন দাবাড়ু ফিদে মাস্টার। সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড টুর্নামেন্টে খেলেছিলেন এই তরুণ। সামনে তার আরো টুর্নামেন্ট রয়েছে।

গত ৫ জুলাই দাবা ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মুখোমুখি হয়েছিলেন জিয়া। ম্যাচের এক পর্যায়ে হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট