আবারও বিপিএলের ফাইনালে জ্বলে উঠলেন তামিম ইকবাল। চিটাগংয়ের দেওয়া ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দিয়েছেন এই ড্যাশিং ওপেনার। মাত্র ২৪ বলেই তুলে নিয়েছেন ফিফটি। তবে মাইলফলকে পৌঁছে ইনিংস লম্বা করতে পারেননি তামিম। শরিফুলের শিকার হয়ে ২৯ বলে ৫৪ রান করে ফিরেছেন এই ওপেনার।
রানতাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারেই ১৪ রান নেয় বরিশাল। তামিমের একের পর এক বাউন্ডারিতে পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তুলে নেয় তারা। পাওয়ারপ্লে শেষে ২১ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন তামিম। পরবর্তী ৩ বলে ১১ রান নিয়ে ফিফটি রানের মাইলফলক স্পর্শ করেন এই ওপেনার।
তবে ইনিংসের নবম ওভারে অধিনায়ককে হারায় বরিশাল। শরিফুল ইসলামের প্রথম বলটি উড়িয়ে মারতে গিয়ে খালেদ আহমেদের হাতে ধরা পড়েন তামিম। এতে ৫৪ রানের বিধ্বংসী এক ইনিংসের সমাপ্তি ঘটে।
আরও পড়ুন:
» বিপিএলের ফাইনালে বরিশালকে বড় লক্ষ্য দিল চিটাগং
» ফাইনাল খেলতে এসেও কেন দলে নেই জিমি নিশাম?
অবশ্য তামিমের পরেই ফিরে যান ইংলিশ তারকা ডেভিড মালান। একই ওভারে শরিফুলের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরে যান মালান। সাজঘরে ফেরার আগে ১ রান করেন তিনি।
তামিম ও মালান ফেরার পর আরো দুটি উইকেট হারিয়েছে বরিশাল। দলীয় ৯৬ রানের মাথায় ফিরেছেন তাওহীদ হৃদয়। তার ব্যাট থেকে এসেছে ৩২ রান। এছাড়া ৯ বলে ১৬ রান করে ফিরেছেন মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে বরিশাল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পারভেজ ইমনের ৭৮, খাজা নাফির ৬৬ এবং গ্রাহাম ক্লার্কের ৪৪ রানে ভর করে ১৯৪ রানের বিশাল পুঁজি পায় চিটাগং। বরিশালের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ আলী ও এবাদত হোসেন।
ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৫/বিটি