Connect with us
ক্রিকেট

বরিশালকে ফাইনালে তুলে তামিম বললেন ‘মনুরা কেমন আছো?’

Tamim Iqbal_Fortune Barishal
তামিম ইকবাল। ছবি- ফরচুন বরিশাল

তামিম ইকবালের নেতৃত্বে বিপিএলের গত আসরে ফাইনালে উঠেছিল ফরচুন বরিশাল। সেই আসরে তামিমের হাত ধরে প্রথম শিরোপার দেখা পায় দলটি। এবার সেই তামিমের হাত ধরেই টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তামিমের হাত ধরে টানা দ্বিতীয় শিরোপা জয় থেকে একধাপ দূরে ফ্রাঞ্চাইজিটি।

ফাইনালের টিকিট নিশ্চিতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন তামিম ইকবাল। ফেসবুকে এক পোস্টে তামিম লিখেছেন, ‘মনুরা কেমন আছো?’ মূলত ভক্তদের উদ্দেশ্যে করেই বরিশালের ভাষায় এই পোস্ট করেছেন তামিম।

সবশেষ আসরেও দলকে ফাইনালে তুলে এমন বার্তা দিয়েছিলেন তামিম। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বরিশাল। এরপর ফেসবুকে বরিশালের ভাষায় অধিনায়ক তামিম লিখেছিলেন, ‘মনুরা কেমন আছো?। এ বছর সেটারই পুনরাবৃত্তি করলেন এই তারকা।

আরও পড়ুন:

» তামিমের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে বরিশাল

» রাসেল-ডেভিডদের ১২ রানের পেছনে রংপুরের খরচ কত?

এবার অবশ্য ফাইনালে উঠতে তেমন বেগ পেতে হয়নি বরিশালকে। টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছিল তারা। এরপর প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ে সহজেই হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে তামিম বাহিনী।

এদিন মিরপুরে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে চিটাগং কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন শামীম পাটোয়ারি। এছাড়া পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৩৬ রান। বরিশালের হয়ে চার ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। এছাড়া কাইল মায়ার্স ২টি এবং রিশাদ হোসেন ও এবাদত হোসেন ১টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ১৭.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন তাওহীদ হৃদয়। এছাড়া ডেভিড মালান মালান ৩৪ এবং তামিম ইকবাল ২৯ রান করেন। চিটাগংয়ের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন পেসার খালেদ আহমেদ।

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী ৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। এর দুই দলের মধ্যকার জয়ী দলের সঙ্গে আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে ফরচুন বরিশাল।

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট