আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে যুব এশিয়া কাপের এবারের আসর। যেখানে উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছে বাংলাদেশ দল। আর নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই দারুণ এক সেঞ্চুরি হাকালেন যুবা টাইগারদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম ওপেনার ব্যাটার হলেও এই নতুন তামিমও খেলেন তিন নম্বরে। বাঁহাতি এই ব্যাটার আজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে লাল-সবুজের জার্সিতে তুলে নিয়েছেন নিজের প্রথম শতক। আফগানদের বিপক্ষে ১৩২ বলে আজিজুল তামিম স্পর্শ করেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।
এছাড়া যুব এশিয়া কাপের ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৯ সালে এশিয়া কাপের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম শতক হাকিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। এবার পাঁচ বছর পর এসে অনূর্ধ্ব-১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি হাকালেন যুবা টাইগার অধিনায়ক।
আরও পড়ুন:
» ফিফা বর্ষসেরার মনোনয়নে মেসি, তালিকায় আছেন ভিনি-রদ্রিরাও
» মেসিকে টপকে ডি মারিয়া ছুটছেন রোনালদোর রেকর্ডের পেছনে
এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খায় যুবা টাইগাররা। দলীয় মাত্র ৩ রানেই আউট হয়ে সাজঘরে ফেরেন জাওয়াদ আবরার। শুরুর ধাক্কা সামলে আরেক ওপেনার কালাম সিদ্দিকী অ্যালিনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক তামিম। তৃতীয় উইকেটে তারা গড়েন ১৪২ রানের বড় জুটি।
৬৬ রানে অ্যালিন আউট হলেও উইকেটের অপরপ্রান্ত আগলে রাখেন আজিজুল তামিম। তবে আরেক প্রান্তে নিয়মিত পড়তে থাকে পরবর্তী উইকেটগুলো। যদিও শেষ পর্যন্ত নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিতে সক্ষম হন তামিম। খেলেন ১৩৩ বলে ১০৩ রানের ইনিংস। যেখানে ছিল ৪ ছক্কা ও ৮ চারের মার। ছয় মেরে সেঞ্চুরি করার পরের বলেই আবার ছক্কা হাকাতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।
অ্যালিনের ফিফটি ও তামিমের সেঞ্চুরির সুবাদে ২২৮ রান যোগ করতে সক্ষম হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাঝারি রান ডিফেন্ড করে আফগানিস্তানকে হারাতে চায় জুনিয়র টাইগাররা। আর সেঞ্চুরি হাকানো সেই তামিম বোলিংয়েও রাখতে চাইবেন অবদান। কারণ তিনি একজন ডানহাতি অফ স্পিন অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৪/এফএএস