Connect with us
ক্রিকেট

ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চাইলেন তামিম

Tamim Iqbal_DPL
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক কম হয়নি। ক্রিকেটাররা ঠিকমতো পারিশ্রমিক না পাওয়ায় বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। যা নিয়ে বেশকিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এর ফলে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরুর আগেও পারিশ্রমিকের বিষয়টি বেশ আলোচনায় রয়েছে।

আগামী সোমবার (৩ মার্চ) থেকে মাঠে গড়াচ্ছে ডিপিএলের এবারের মৌসুম। ঢাকার ১২টি ক্লাব নিয়ে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। এর আগে আজ শনিবার (১ মার্চ) বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ডিপিএলের ট্রফি উন্মোচন করা হয়েছে। যেখানে ক্লাব মালিক ও অন্যান্য কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন ১২ দলের অধিনায়ক।

DPL_2024-25

ডিপিএলের ট্রফি উন্মোচন। ছবি- সংগৃহীত

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। এ সময় তিনি ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান। এছাড়া আম্পায়ারিংয়ের মানোন্নয়ন নিয়েও কথা বলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

আরও পড়ুন:

» সেমিফাইনালের আগে চোট নিয়ে নতুন দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

» ধসে পড়লো ইংল্যান্ডের ব্যাটিং লাইন, দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে 

তামিম বলেন, ‘প্রতিটি আসরে আম্পায়ারিং ও পারিশ্রমিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এবার যেন এ বিষয়গুলো ঠিকভাবে বজায় রাখা হয়। বিপিএল হোক বা ডিপিএল, ক্রিকেটাররা সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আশা করি, ক্লাব সংগঠকেরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকমতো পরিশোধের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে। আমি প্রত্যাশা করছি এই টুর্নামেন্টটা যেন ভালোভাবে শেষ হয়।’

সম্প্রতি ডিপিএলের পারিশ্রমিক ইস্যুতে অভিযোগ তুলেছিলেন মুনিম শাহরিয়ার। ডিপিএলের পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৩-২৪ মৌসুমের পুরো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছিলেন এই ব্যাটার। যে কারণে ডিপিএল শুরুর আগে পারিশ্রমিকের বিষয়টি সামনে আসছে। তামিমের পাশাপাশি আবাহনী লিমিটেডের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতেরও দাবি, ডিপিএলে যেন ক্রিকেটারদের ঠিক সময়ে পারিশ্রমিক দেওয়া হয়।

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট