টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে ৩টি জয় পেয়েছে টাইগাররা। উত্তীর্ণ হয়েছে পরের রাউন্ড বা সুপার এইটেও। সুপার এইটে গ্রুপ-১ এ রয়েছে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
সুপার এইটে বাংলাদেশের ২টি প্রতিপক্ষ এশিয়ার। তবুও যাত্রাটা অনেক কঠিন হবে নাজমুল হোসেন শান্তদের জন্য। ভারতের পাশাপাশি আফগানিস্তানও টি-টোয়েন্টি ফরম্যাটে অনেক শক্তিশালী। তাছাড়া অস্ট্রেলিয়াকেও মোকাবিলা করবে তারা। তবে এদের মধ্যেও বাংলাদেশের ভালো করার সুযোগ করেছে বলে মনে করেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার মতে কাজটা কঠিন হলেও ভালো করতে পারবে শান্তরা। তাদের ভালো করার উপায়ও জানিয়ে দিয়েছেন সাবেক টাইগার কাপ্তান।
ইএসপিন ক্রিকইনফোর এক শোতে তামিম বলেন, ‘আসলে মিনি এশিয়া কাপ নয়। এই কাজটা অনেক কঠিন হবে। অ্যান্টিগার উইকেট কেমন আচরণ করে সেটাও দেখার বিষয়। বাংলাদেশ প্রথমে অস্ট্রেলিয়া এবং পরে ভারতের বিপক্ষে খেলবে। আমি জানি কাজটা কঠিন হবে।’
আরও পড়ুন:
» টি-টোয়েন্টি বিশকাপ ২০২৪ : সুপার এইটের সময়সূচি
» সাইফউদ্দীনের ঘর আলো করে ঈদের দিন এলো রাজকন্যা
তামিমের প্রত্যাশা বাংলাদেশের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা ছন্দে ফিরলে সুপার এইটে ভালো কিছু করতে পারবে বাংলাদেশ, ‘প্রথমত টি-টোয়েন্টি ক্রিকেট এবং দ্বিতীয়ত টুর্নামেন্ট যেভাবে এগোচ্ছে আগে থেকে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না সামনে কী হবে। বাংলাদেশের বোলিংটা ভালো হচ্ছে, যদি ব্যাটিংটা ছন্দে ফিরে আসে তাহলে বাংলাদেশ ভালো কিছু করে দেখাবে।’
তামিমের মতে, যে ধরণের উইকেটে বিশ্বকাপের ম্যাচগুলো হচ্ছে, সেখানে একটু সময় নিয়ে খেললে ব্যাটাররা ভালো করতে পারবে ‘আসলে আমি বুঝতে পারছি এই টুর্নামেন্টে ব্যাটিং করাটা সহজ নয়। আজকের (বাংলাদেশ-নেপাল ম্যাচে) উইকেটেও ব্যাটিং করা অনেক কঠিন ছিল। মাঝেমধ্যে নিজেকে আরেকটু বেশি ঢেলে দিতে হয়। একটু সময় নিতে হয়।’
এই টুর্নামেন্টে টপ অর্ডার ব্যাটাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাদেরকে নিয়ে তামিমের পরামর্শ, ‘এই ধরনের কঠিন উইকেটে আরেকটু সময় নিতে হয়। সবাই ভালো ব্যাটার। তানজিদ দুর্দান্ত, লিটনও ভালো। শান্ত এর আগে বিশ্ব মঞ্চে নিজের সামর্থ্যের জানান দিয়েছে। আমার মনে হয় তারা যদি উইকেটে আরেকটু সময় নেয় তাহলেই ভালো করবে। যেহেতু উইকেট বোলারদের পক্ষে কথা বলছে। ফলে এই বিষয়ের প্রতি সম্মান রেখে তাদের এগিয়ে যেতে হবে।’
ক্রিফোস্পোর্টস/১৮জুন২৪/বিটি