Connect with us
ক্রিকেট

বন্যার্তদের সহায়তায় তামিম, এগিয়ে আসার আহ্বান জানালেন সকলকে

বন্যার্তদের নিয়ে তামিমের পোস্ট। ছবি- সংগৃহীত

গেল তিনদিন যাবত ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে মঙ্গলবার রাত থেকেই ব্যাপক বন্যা দেখা দিয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রামে। সময়ের সাথে অবনতি ঘটেছে বন্যা পরিস্থিতির। প্লাবিত হয়েছে নতুন নতুন গ্রাম। চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের দেশের ১২ জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে।

এরই মধ্যে বন্যার্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে অসংখ্য সহযোগী সংগঠন থেকে শুরু করে দেশের ব্যক্তি পর্যায়ের বিপুল সচেতন নাগরিক। এবার সেই তালিকায় নাম লেখালেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। আজ দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোষ্টের মাধ্যমে বন্যার্তদের সাহায্য করার বিষয়টি জানিয়েছেন তামিম। এবং সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের সংকটকালীন সময়ে।

কাকে ভালো লাগে বা না-লাগে, তা ভুলে দুর্গতদের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে নিজের ফেসবুক পোস্টে তামিম লিখেন, ‘ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীসহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আ ক্রা ন্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করার। ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ, কাকে অপছন্দ, কার কী মতবাদ, এসব ভাবার সময় এখন নয়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য।’

তামিম নিজেও বিভিন্নভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন, ‘আমি নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছি। যে সংস্থা ও সংগঠনগুলোকে আমার কাছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে হয়েছে, তাদের মাধ্যমে সহায়তা করেছি। সাধ্যমতো আরও করে যাব ইনশাল্লাহ।’ তামিম উল্লেখ করেন এই দুঃসময়ে একটাই স্লোগান, ‘মানুষ মানুষের জন্য।’

তিনি আরও বলেন, ‘মানুষকে উদ্ধার করতে ও নানাভাবে যারা মাঠ পর্যায়ে নিরলস কাজ করে চলেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। এই দেশ অসংখ্য দুর্যোগের সঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছে। এবারও আমরা সবাই একতাবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করব, সবাইকে নিরাপদ ও ভালো রাখব।’

তামিম যোগ করেন, ‘আরেকটা কথা মনে রাখতে হবে, বন্যার তাৎক্ষনিক ধাক্কা সামলানোই শেষ কথা নয়। পানি নেমে যাওয়ার পর দুর্গতদের পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে, ওষুধের ব্যবস্থা করতে হবে, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করতে হবে। সেই দায়িত্ব আমাদের সবার। সবাই মিলেই চেষ্টা করব তাদেরকে আবার সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেওয়ার জন্য।’

আরও পড়ুন: শুরুর ধাক্কা সামলে সাদমান-মমিনুল জুঁটিতে প্রথম সেশন বাংলাদেশের

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট