সপ্তাহ দুয়েক আগেই সমাপ্ত হয়েছে বিপিএলের দশম আসর। এবারের আসরের ম্যাচগুলোতে শুরুর দিকে তেমন দর্শক না থাকলেও আসরের মাঝামাঝি সময় থেকে মাঠে ছিলো দর্শকদের উপচে পড়া ভীড়। বিপিএলের পরও মাঠে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের ক্রিকেটাররা। কেউ কেউ ব্যস্ত শ্রীলঙ্কা সিরিজে, আবার কেউ কেউ খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন মৌসুমে।
বিপিএল এবং বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচগুলোতে মাঠে অনেক দর্শকের দেখা মিললেও, দর্শকের দেখা নেই ডিপিএলের ম্যাচগুলোতে। যা নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের। মাঠে দর্শক থাকলে ক্রিকেটাররা অনেক অনুপ্রাণিত হয়। তাই সমর্থকদের মাঠে এসে খেলা দেখার আহ্বান করেছন এই অভিঙ্গ ওপেনার।
ডিপিএলের নতুন মৌসুমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল। প্রাইম ব্যাংকের সমর্থকদের মাঠে এসে খেলা দেখার আহ্বান করেন তামিম, ‘প্রাইম ব্যাংকের যারা সমর্থক, আমি এটাই বলবো যে মাঠে আসবেন। মাঠে এসে খেলা দেখার চেষ্টা করবেন। এতে ক্রিকেটাররা অনুপ্রাণিত হয়। পাশাপাশি দলের মালিকরাও অনুপ্রাণিত হয়। তারা অনেকগুলো টাকা খরচ করে দল গঠন করে। আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক সক্রিয়। আমি এটাই বলবো যে, আপনারা মাঠে এসে খেলা দেখুন।’
গত ১১ মার্চ মাঠে গড়িয়েছে ডিপিএলের ২০২৩-২৪ মৌসুম। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে তামিমের প্রাইম ব্যাংক। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি অধিনায়ক তামিম। দুই ম্যাচ মিলিয়ে করেছেন ৩৩ রান। তবে এই পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন সদ্য বরিশালকে শিরোপা জেতানো তামিম।
প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট তামিম, ‘মাত্র সিজন শুরু হলো। মাত্র দুইটা ম্যাচ শেষ হয়েছে। আমি চাই এই আসরে অনেকগুলো রান করতে। একটা বড় স্কোর করতে পারলে আমিও ভালো অনুভব করবো। তবে এখন পর্যন্ত আমি আমার ব্যাটিং নিয়ে খুশি।’
আরও পড়ুন: ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব বিভাগেই অবদান রাখতে চান সাকিব
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এমটি