টানা কিছুদিন ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রামে। সময়ের সাথে অবনতি ঘটেছে বন্যা পরিস্থিতির। বন্যা কবলিত এলাকা গুলোতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দেশের এমন সংকটকালীন সময়ে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে এসেছে অসংখ্য মানুষ।
প্রতিনিয়ত ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন দুর্যোগ আক্রান্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছে অসংখ্য সেচ্ছাসেবী দল। বন্যার মানুষদের উদ্ধারে অনেকে যাচ্ছে ট্রলার কিংবা স্পিডবোট নিয়ে। দেশের প্রায় প্রতিটা মোড়ে মোড়ে বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহ করা হচ্ছে। ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছে অনেক দল। সংকটময় সময়ে সকলের নিজ অবস্থান থেকে এগিয়ে আসার বিষয়টি হৃদয় ছুড়ে গেছে তামিম ইকবালের।
সম্প্রতি মানবিক বিপর্যয়ে এগিয়ে আসা মানুষদের অনেকের বিভিন্ন ছবি কিংবা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যার মধ্য থেকে সাম্প্রতিক কিছু ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে তামিম লিখেছেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরব।’
তামিম আরও উল্লেখ করেন, ‘এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।’ তিনি আরও যোগ করেন, ‘যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’
এছাড়া গতকাল করা আরেক পোস্টে তামিম নিজেও বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন, ‘আমি নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছি। যে সংস্থা ও সংগঠনগুলোকে আমার কাছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে হয়েছে, তাদের মাধ্যমে সহায়তা করেছি। সাধ্যমতো আরও করে যাব ইনশাল্লাহ।’ তামিম উল্লেখ করেন এই দুঃসময়ে একটাই স্লোগান, ‘মানুষ মানুষের জন্য।’
তিনি আরও বলেন, ‘মানুষকে উদ্ধার করতে ও নানাভাবে যারা মাঠ পর্যায়ে নিরলস কাজ করে চলেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। এই দেশ অসংখ্য দুর্যোগের সঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছে। এবারও আমরা সবাই একতাবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করব, সবাইকে নিরাপদ ও ভালো রাখব।’ এছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে ঐক্যবদ্ধ সাহায্যে তাদেরকে আবার সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেওয়ার কথা জানান তিনি।
আরও পড়ুন: সাকিবকে জাতীয় দল থেকে অপসারণ করতে আইনি নোটিশ!
ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৪/এফএএস