বিশ্বকাপের আগে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল ওপেনিং নিয়ে। যার বড় কারণ এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজে লিটন দাসের রান খরা। তার উপর শেষ মুহূর্তে এসে তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকাটাও ছিল বড় অস্বস্তি। কিন্তু এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির সুবাতাস বয়ে আনলেন ওপেনার তানজিদ তামিম।
ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলংকা ও ইংল্যান্ডের বিপক্ষে ৮৪ ও ৪৫ রানের দু’টি ইনিংস বেশ আত্নবিশ্বাসী করে তুলেছে তাকে।
প্রস্তুতি ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস বিশ্বকাপের মূল পর্বেও কাজে লাগবে বলে জানান তিনি,”যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি, এই আত্নবিশ্বাস আমরা পরবর্তী স্টেজেও কাজে লাগাতে পারবো।”
এশিয়া কাপে অভিষেক করা তানজিদ তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা অবশ্য খুব একটা সুখকর হয়নি। শুরুর দিকে তিনি ইনিংস বড় করতে পারছিলেন না। তবে এখন ইনিংস বড় করার চেষ্টা করে যাচ্ছেন এবং সফলও হয়েছেন।
ওয়ার্ম আপ ম্যাচে একটুর জন্য সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় কিছুটা আফসোস থাকলেও ভুল থেকে শিক্ষা নিতে চান এই তরুণ সেনসেশন। তিনি বলেন,” এখানে যে ভুলটা করেছি, চেষ্টা করবো শুধরে নেয়ার। এমন ভুল আর না করার।”
এর আগে যুব বিশ্বকাপে খেলা এই ওপেনার ইতিবাচক থেকে খেলে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: ১৩ বছরের অপেক্ষার ফল ৮ মাসে নিজের করে নিলেন তরুণ জয়সওয়াল
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৩/এমএস/এসএ