Connect with us
ক্রিকেট

আশরাফুলের নেতৃত্বে এশিয়ান পর্যায়ে খেলবেন তামিম

Tamim Iqbal and Mohammad Ashraful
তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। ছবি- সংগৃহীত

এরই মধ্যে সকল ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের নাম ছড়িয়েছেন তামিম ইকবাল খান। তাই বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার। সেই সুবাদে এশিয়ান লিজেন্ড লিগে খেলার সুযোগ পেয়েছেন তিনি। তাই আগামী মাস থেকে শুরু হতে যাওয়া এই আঞ্চলিক টুর্নামেন্টে আরও একবার মাঠে দেখা যাবে তামিমকে।

‘বাংলাদেশ টাইগার্স’ নামে ১৬ সদস্যের একটি দল ঘোষণা করেছে বিসিবি। যার নেতৃত্বে থাকছেন দেশের ক্রিকেটের প্রথম তারকা মোহাম্মদ আশরাফুল। আগামী ১০ মার্চ থেকে শুরু হবে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে তামিম-আশরাফুল ছাড়াও খেলবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। দলটির কোচ হিসেবে থাকছেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা হার্শেল গিবস।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স। ১০ মার্চ সন্ধ্যা ৭টায় তারা মুখোমুখি হবে ভারতের দল ইন্ডিয়ান রয়্যালসের। এরপর ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে খেলবেন বাংলাদেশ প্রতিনিধিরা। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এশিয়ান লিজেন্ডস লিগের।

আরও পড়ুন:

» বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন, যেমন হলো নতুন পরিচিতি

» রিকি পন্টিংয়ের মন্তব্যের জবাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফাহিম

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।

এই টুর্নামেন্টে এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে ‘এশিয়ান স্টার্স’ নামে একটি দল। যেখানে আবার খেলবেন বাংলাদেশের এক সাবেক ক্রিকেটার অলক কাপালি। যেখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানকে। 

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট