বাংলাদেশ জাতীয় দলে তামিম ইকবাল ফিরবেন কিনা? এই প্রশ্নের উত্তর জানা নেই কারো। কেননা খোদ তামিম ইকবালই এ বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি। সম্প্রতি তামিমের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। বৈঠক শেষে এটা নিশ্চিত হয়েছে, চলতি বছরে জাতীয় দলে ফেরা হচ্ছেনা তামিমের। তবে পরবর্তীতে আর ফিরবেন কিনা বা ফিরলেও কবে সে ব্যাপারে নিশ্চিত করেননি তামিম।
সম্পতি দেশের একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তামিম ইকবাল। সেখানে অবসর ও জাতীয় দলে ফেরাসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন দেশসেরা ওপেনার। সেই সাক্ষাৎকারে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম। যেখানে একটি প্রশ্ন এমন ছিল- হাথুরুসিংহে কোচ থাকলে তিনি জাতীয় দলে ফিরবেন কিনা?
প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘আমার দলে ফেরাটা কঠিন হবে (কোচিংয়ের দায়িত্বে হাথুরু থাকলে)। যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেত তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
এছাড়া তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘জিনিসটা এমনভাবে দেখানো হচ্ছে, মনে হচ্ছে এটা আমি ঝুলিয়ে রেখেছি। আসলে এটা ঠিক না। আমার সাথে বিসিবির ইতোমধ্যে তিনবার বসা হয়ে গেছে। পাপন ভাইয়ের সাথে বসা হয়েছে, তদন্ত কমিটির সাথেও বসা হয়েছে। তো নিশ্চয়ই কোনো একটা বিষয়ে বসা হয়েছে। আমি আমার জায়গা থেকে প্রথম থেকেই পরিস্কার ছিলাম। এখানে নতুন করে আমার পক্ষ থেকে কোনো কিছু বলার নেই। এখন উনারা আবার বসতে চাচ্ছে।’
গত বছর হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর অবসর ভেঙে ফেরা হলেও আর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। তবে পুনরায় কবে জাতীয় দলের জার্সিতে দেশের এই অভিজ্ঞ ওপেনারকে দেখা যাবে সে বিষয়টিও নিশ্চিত নয়।
আরও পড়ুন: জয় দিয়ে ডিপিএল যাত্রা শুরু করল তামিমরা
ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৪/এমটি