Connect with us
ক্রিকেট

আজ বিসিবির সাথে আলোচনায় বসবেন তামিম

তামিম এবং বিসিবি মুখোমুখি আজ
তামিম ইকবাল

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এখনো তামিম ইস্যুতে দোলাচল খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম খেলতে পারবেন কি না, অধিনায়কত্ব করবেন কি করবেন না এসকল বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই ধোয়াশায় ক্রিকেট বোর্ড।

তবে, সিদ্ধান্ত আসবে আজ। লন্ডন থেকে হাড়ের ক্ষত সাড়িয়ে এসেছেন দফায় দফায় ইনজেকশন নিয়ে। ইনজেকশন তার হাড়ের ব্যথা কমালেও যেকোন সময়ে আবারও উঁকি দিতে পারে ব্যথা। আবার সম্পূর্ণ সুস্থও হয়ে যেতে পারেন এই ইনজেকশানের মাধ্যমেই। তবে সেটি এখনো নিশ্চিত করে বলতে পারছেন না কেউই।

লন্ডন থেকে ফিরে এখনো বোর্ডের কারও সাথেই কথা বলেননি তামিম। জানা গেছে, আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) এশিয়া কাপ, শারিরীক অবস্থা ও অধিনায়কত্বসহ কয়েকটি বিষয়ে বোর্ডের সাথে আলোচনা করবেন তামিম ইকবাল। বোর্ডের সাথে আলোচনার পরেই আসতে পারে তামিম ইস্যুর সকল সিদ্ধান্ত।

গত সোমবার ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তামিম ইকবাল। এক সপ্তাহের পুরোপুরি বিশ্রামে আছেন তিনি। আগামী সপ্তাহে তার অবস্থা পর্যবেক্ষণে বিসিবির চিকিৎসক ও ফিজিওদের পরামর্শ ও মতামত নিয়ে অনুশীলনে ফেরার আশা রয়েছে এই ওপেনারের।

আরও পড়ুনঃ ঐতিহ্যের লড়াই অ্যাশেজের আদ্যোপান্ত

ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৩/এমএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট