Connect with us
ক্রিকেট

যুক্তরাষ্ট্রের মাটিতে সাকিবের বিপক্ষে মাঠে নামবেন তামিম

Shakib and tamim
সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে এক সময় ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও এখন তাদের সম্পর্ক দা-কুমড়ার মতো। ২২ গজে এক সঙ্গে আর তাদের দেখা যাই না। শেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাদেরকে ২২ গজে দেখা গিয়েছিল। তবে সতীর্থ হিসাবে না, প্রতিপক্ষ হিসাবে।

আবারও মুখোমুখি হবেন সাকিব-তামিম। মাঠের লড়াইয়ে দেখা যাবে তাদের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে খেলবেন এই দুই সতীর্থ। আগামী ৪ অক্টোবর পর্দা উঠবে এই টুর্নামেন্টের। এই টুর্নামেন্টের আসন্ন আসরে তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। অন্যদিকে লস অ্যাঞ্জেলস ওয়েভস হয়ে মাঠে নামবেন সাকিব।

উদ্বোধনী ম্যাচে আগামী ৪ অক্টোবর ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাসে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ডালাস লনেস্টারসের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। এর পরে দিনই স্থানীয় সময় সকাল ১০ টায় মাঠে নামবে সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস নিউইয়র্ক লায়ন্সের বিপক্ষে।

আরও পড়ুন: ভারত সফর শেষে কোথায় গেলেন সাকিব?

তামিম ইকবাল সতীর্থ হিসাবে পাচ্ছেন পাকিস্তানের অন্যতম সেরা সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি (অধিনায়ক), শ্রীলঙ্কার কুশাল পেরেরা, অস্ট্রেলিয়ার জেসন বেরেনডর্ফ, অ্যাস্টন অ্যাগার, ভারতের আরপি সিং ও পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। এছাড়াও কোচার হিসাবে পাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খানকে।

সাকিব আল হাসানদের কোচিংয়ের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের কোচিং করানো মিকি আর্থার। এছাড়াও সতীর্থ হিসাবে সাকিব পাবেন পাকিস্তানের রুম্মান রায়েস, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের টাইমাল মিলস, আফগানিস্তানের হাশমতউল্লাহ শহিদি আর অস্ট্রেলিয়ার জো বার্নস।

আগামী ৬ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০ টায় মুখোমুখি হবে সাকিব এবং তামিমের দল।

ক্রিফোস্পোর্টস/০২ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট