Connect with us
ক্রিকেট

দুবাইয়ে শান্তদের সঙ্গে তামিম, জানালেন শুভকামনা

Tamim Iqbal with Bangladesh team in Dubai
দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে তামিম। ছবি- তামিম ইকবাল

গতকাল পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারে আসরের। আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের শিরোপা জয়ের মিশন। দলকে মানসিকভাবে চাঙ্গা করতে দুবাইয়ে উপস্থিত হয়েছেন তামিম ইকবাল। এদিন দলকে ভালো শুরুর জন্য শুভকামনা জানিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগ মুহূর্তে টাইগার শিবিরকে মানসিক ভাবে উজ্জীবিত রাখতে বেশ অনেকটা সময় দলের সঙ্গে কাটিয়েছেন তামিম ইকবাল। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নৈশভোজও দেখা যায় তাকে। গতকাল মধ্যরাতে নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্টে শান্তদের সঙ্গে তোলা এক ছবি পোস্ট করেন তামিম।

নিজের করা সেই পোস্টে বাংলাদেশ দলকে ভালো শুরু করার জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে তামিম লিখেছেন, ‘আশা করি তারা চ্যাম্পিয়ন্স ট্রফি ভালোভাবেই শুরু করবে। বাংলাদেশ দলের জন্যে শুভকামনা।’


আরও পড়ুন:

» আজ বিকালে মাঠে নামবে শান্তরা, যেভাবে দেখবেন খেলা

» বিব্রতকর রেকর্ডে সাকিবের পেছনেই বাবর


আজ ভারতের বিপক্ষে বিকেল তিনটায় মাঠে নামবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনাতে বেশ কঠিন পরীক্ষা পড়তে হবে টাইগারদের। এদিকে বৈশ্বিক এই টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের প্রত্যাশা জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এছাড়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও তিনি বলেছেন, টুর্নামেন্টে ভালো করতে হলে ভালো শুরুর বিকল্প নেই। তাই ভারতের বিপক্ষে জয় দিয়েই নিজেদের শিরপার মিশন শুরু করতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, টাইগারদের গ্রুপে ভারত ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে খেলা হবে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। শান্ত-মুশফিকদের খেলা সরাসরি মাঠে বসে তামিম দেখবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট