গতকালের এক প্রতিবেদনে বলা হয়েছিল ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে তামিম ইকবালের দল পাওয়ার বিষয়টি। যেখানে উল্লেখ করা হয় ভারতের অখ্যাত টুর্নামেন্ট বিগ ক্রিকেট লিগে (বিসিএল) ড্রাফট থেকে তামিমকে দলে নেয় এমপি টাইগার্স। তবে লিগে তার নাম কে দিয়েছে জানেনই না তামিম।
বিভিন্ন গণমাধ্যমে তামিমের ভারতীয় লিগে দল পাওয়া নিয়ে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে এই টাইগার ক্রিকেটারের। এই প্রসঙ্গে তামিম দেশের এক গণমাধ্যমকে জানিয়েছেন লিগটিতে তার খেলা নিয়ে অনাগ্রহের কথা। তিনি বলেন, ‘আমার নাম কে দিয়েছে জানা নেই। আমি যদি না জানি, তবে তো খেলার প্রশ্নই আসে না।’
জানা গিয়েছিল গত শনিবার অনুষ্ঠিত সেই ভারতীয় টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট থেকে ১৫ হাজার ডলার বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৭ লাখ ৮৯ হাজার টাকায় তামিমকে দলে নিয়েছিল এমপি টাইগার্স। টুর্নামেন্টের অফিসিয়াল পেইজ থেকে এক পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
আরও পড়ুন:
» ব্যাটিংয়ে বাংলাদেশের দুর্দশা, কিপটে বোলিংয়ে উইন্ডিজ পেসারের রেকর্ড
» দ্বিতীয় জয়ে ফাইনালের পথে এগিয়ে তানজিম সাকিবের গায়ানা
তাছাড়া কবে নাগাদ এই টুর্নামেন্টে শুরু হতে পারে আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষে অথবা জানুয়ারিতে শুরু হতে পারে এই বিসিএল লিগ। তবে বর্তমানে তামিমের মনোযোগ ৩০ ডিসেম্বর থেকে হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলে। তার আগে ১১ তারিখ থেকে এনসিএল টি-টোয়েন্টি খেলবেন তিনি।
উল্লেখ্য, ৬ দল নিয়ে অনুষ্ঠিত ভারতের সেই টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেটার ছাড়াও খেলবেন উদীয়মান অসংখ্য ক্রিকেটার। এছাড়াও লিজেন্ডস ক্রিকেট লিগের মতো অবসরপ্রাপ্ত ক্রিকেটাররাও খেলবেন এখানে। তামিম ছাড়াও এমপি টাইগার্স দলে ছিলেন দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অমিত মিশ্র ও জতিন সাক্সেনা।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৪/এফএএস