Connect with us
ক্রিকেট

প্লে অফ নিশ্চিত করে সিলেটকে খোঁচা দিল তামিমের বরিশাল

Fortune Barishal post after defeat Sylhet Strikers
সিলেটকে হারিয়ে বরিশালের পোস্ট। ছবি- ফেসবুক

ঢাকা পর্বে আজ পুনরায় ফিরেছে বিপিএল। যেখানে দিনের প্রথম ম্যাচেই সিলেট স্ট্রাইকার্সকে রীতিমতো বিধ্বস্ত করে দারুন এক জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। আর এতেই রংপুর রাইডার্সের পর টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল তামিম-মুশফিকরা। আর একই সাথে চলমান বিপিএল থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়ে গেল সিলেট স্ট্রাইকার্সের।

এদিন আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৬ রানেই গুটিয়ে যায় সিলেটের ইনিংস। সহজ লক্ষ্য তারা করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বরিশাল। আর এমন প্রতিপক্ষ দলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা খোঁচা দিতে কার্পণ্যবোধ করেনি তামিমদের দল।

চায়ের দেশ খ্যাত সিলেটের দলকে হারানোর পর ফরচুন বরিশাল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে চায়ের কাপের ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখে, ‘আমরা চা ভীষণ ভালোবাসি, প্রায় ততটাই যতটা আমরা জিততে ভালোবাসি।’ আর পোস্ট করা সেই ছবির মাঝে নিজেদের আঞ্চলিক ভাষায় লেখা দেখা যায়, ‘পড়ন্ত বিকেলে চা ছাড়া কি জমে, মনুরা?’

আরও পড়ুন:

» ভারতের কাছে ৭ ওভারেই হারলো বাংলাদেশ

» ভারতকে মাত্র ৬৫ রানের টার্গেট দিলো বাংলাদেশের মেয়েরা

অবশ্য এমন পোস্টের পর পাল্টা কোন পোস্ট কিংবা প্রতিক্রিয়া দেখায়নি সিলেট স্ট্রাইকার্স। কেননা তারা জানে এখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। তবে এটা ঠিক, চলমান বিপিএলে প্রতিটি দলের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো বিনোদনমূলক কর্মকান্ড বেশ উপভোগ করছে দলগুলোর ভক্ত সমর্থকরা।

এদিন আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট স্ট্রাইকার্স। মাত্র ৩৫ রান তুলতে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারায় তারা। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে সিলেট। ১৯তম ওভারে অলআউট হয়ে যায় টুর্নামেন্টে টেবিলের তলানিতে থাকা দল। রান তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও মুশফিককে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম ইকবাল। 

বাউন্ডারি হাকিয়ে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি ৫১ বলে নিজের ফিফটি পূরণ করেন তামিম। মুশফিক খেলন ৩০ বলে ৪২ রানের ইনিংস। এদিকে নয় ম্যাচে সাত জয় তুলে নিয়ে ১৪ পয়েন্টে তালিকার দ্বিতীয় অবস্থানে থেকেই প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। দশ ম্যাচ খেলে মাত্র দুই জয় নিয়ে তালিকার তলানিতে থেকে বিদায় নিয়েছে সিলেট।

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট