আজ (শুক্রবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচে দুপুরে মুখোমুখি হয়েছিল আসরের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। কুমিল্লা আগেই সেরা চার দলের মধ্যে জায়গা করে নিলেও তামিম ইকবালের দলের জন্য আজকের ম্যাচটি ছিল মহাগুরুত্বপূর্ণ। ম্যাচে কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে আসরের চতুর্থ দল হিসেবে অবশেষে প্লে অফ নিশ্চিত করলো ফরচুনরা।
আজকের ম্যাচে হারলেও অবশ্য প্লে অফের আশা ফরচুনদের জন্য একেবারে শেষ হয়ে যেত না কিন্তু তখন নানা সমীকরণের মারপ্যাঁচে পড়তে হতো। মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল। টস জিতে বোলিংয়ে আসার সিদ্ধান্তটা যে তামিমের ভুল ছিল না তা বোলাররা ভালো মতোই প্রমাণ করে দেন।
উইকেটে সেট হয়েও সুনীল নারিন, লিটন দাস ও তাওহীদ হৃদয়দের মধ্যে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। নারিন ১৮ বলে ১৬ রানে ও তাওহীদ ২৬ বলে ২৫ করে ওবেদ ম্যাকয়ের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। তাইজুল ইসলামের বলে বোল্ড হওয়ায় আগে লিটন দাসের ব্যাট থেকে আসে ১২ রান। আসরের শেষ দিকে দলে যোগ দেয়া আন্দ্রে রাসেলও তেমন সুবিধা করতে পারেননি। ১১ বলে ১৪ করে তাইজুলের শিকার এই ক্যারিবীয় দানব।
মাহিদুল অংকন ১ রানে ও ইংলিশ অলরাউন্ডার মঈন আলী করেন ২২ বলে ২৩ রান। শেষ দিকে জাকের আলীর ১৬ বলে ৩৮ রানের ক্যামিওতে সম্মানজনক পুঁজি পায় ভিক্টোরিয়ান্সরা। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা বোলার তাইজুল ইসলাম।
১৪১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ব্যাট হাতে সামনে থেকে দলকে যোগ্য নেতৃত্ব দিয়ে গেছেন কাপ্তান তামিম ইকবাল। দলীয় ১০ রানের সময় আরেক ওপেনার আহমেদ শেহজাদ আউট হয়ে গেলেও তিন নম্বরে নামা কাইল মায়ার্স ও মুশফিকুর রহিমকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ৪৮ বলে ৬ টি চার ও ৩ টি ছয়ের মারে খেলেছেন ম্যাচজয়ী ৬৬ রানের অসাধারণ এক ইনিংস। উইকেটে থেকে ম্যাচ শেষ করতে না পারলেও তিনি যখন আউট হন ততক্ষণে ফরচুনরা জয়ের বন্দরের খুব কাছাকাছি। মায়ার্সের ব্যাট থেকে আসে ২৫ রান ও মুশফিকুর রহিম করেন ১৭ রান। ম্যাচের শেষ দিকে মাহমুদুল্লাহর ১২ রান ও সৌম্যের ৬ রানে সহজ জয় তুলে নেয় ফরচুন বরিশাল। আর এর মধ্য দিয়ে টুর্নামেন্টের চতুর্থ ও শেষ দল হিসেবে বিপিএলের প্লে অফে সুযোগ করে নিল দক্ষিণবঙ্গের এই ফ্র্যাঞ্চাইজিটি।
আরও পড়ুন: নারী আইপিএল শুরু আজ: কোন দলে কে খেলছেন?
ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৪/এমএ/এমএস