প্রায় চার মাস পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মধ্য দিয়ে ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আর ক্রিকেটে ফিরেই নতুন একটি রেকর্ড গড়লেন দেশসেরা এই ওপেনার।
বিপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রানের ক্লাবে পা রাখলেন তামিম । ৯১ টি ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন তামিম। বিপিএলে ১২২ স্ট্রাইক রেটে ৩০০৫ রান করেছেন দেশসেরা এই ওপেনার।
সোমবার (২২ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে তামিম ইকবালের ফরচুন বরিশাল। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৮৭ রান সংগ্রহ করে বরিশাল।
৩ হাজার রান পূর্ণ করার জন্য আজ তামিমের প্রয়োজন ছিল ৩৫ রান। সেটা পূর্ণ করলেও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। ৩৩ বলে ৪০ রান করে আউট হয়ে যান।
অবশ্য এই রেকর্ডবুকে নাম লেখানোর সুযোগ ছিলো তামিমের আরেক সতীর্থ মুশফিকের রহিমেরও। তবে ২৪ রানের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়েছে মুশফিকের। ৩ হাজারের ক্লাবে পা রাখার জন্য মুশফিকের প্রয়োজন ছিল ৯২ রান। আজ খুলনার বিপক্ষে ৬৮ রান করেছেন মি. ডিপেন্ডেবল।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৪/এমটি