Connect with us
ক্রিকেট

তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ে ফিরল বরিশাল

Tamim's blistering batting helps Barisal return to victory
রাজশাহীকে হারিয়ে জয়ে ফিরেছে বরিশাল। ছবি- সংগৃহীত

অবিশ্বাস্য এক জয় দিয়ে ২০২৫ বিপিএল শুরু করেছিল ফরচুন বরিশাল। দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে প্রায় হেরে যাওয়া ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে রংপুর রাইডার্সের কাছে পরাজয় বরণ করে দলটি। তবে তৃতীয় ম্যাচে এসে অধিনায়ক তামিম ইকবালের ঝোড়ো ব্যাটিংয়ে আবারো জয়ে ফিরেছে বরিশাল।

সোমবার (৬ ডিসেম্বর) সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল।

এবারের বিপিএলে দ্বিতীয়বারের মতো রাজশাহীর মুখোমুখি হয়েছে বরিশাল। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক তামিম। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে তামিমের ৮৬ রানে বিধ্বংসী ইনিংসে ভর করে ১৫ বল ৭ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় বরিশাল।

আরও পড়ুন:

» ধারাবাহিক ব্যর্থ লিটনকে দলে রাখা নিয়ে যা বললেন প্রধান কোচ

» বাংলাদেশে এসে খেলতে আমার খুব ভালো লাগে : অ্যালেক্স হেলস

এদিন ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছিল রাজশাহী। মোহাম্মদ হ্যারিসের ১৬ বলে ২২ এবং জিসান আলমের ২৭ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে বড় লক্ষ্যের দিকে এগোচ্ছিল রাজশাহী। তবে মাঝের দিকে দলটির রান তোলার গতি কিছুটা কমে যায়। একদিকে ইয়াসির আলী দ্রুতগতিতে খেললেও অধিনায়ক এনামুল হক বিজয়ের রান তোলার গতি কমে যায়।

তবে ইয়াসির আলী ২৩ বলে ৩৭ রানের এক ঝোড়ো ইনিংস খেলে ফিরে যাওয়ার পর আরো চাপে পড়ে যায় রাজশাহী। দলীয় ১৪৯ রানে এনামুলের ৩৫ বলে ৩৯ রানের ইনিংসের সমাপ্তি ঘটে। শেষদিকে আকবর আলীয় ৯ বলে ১৫ রানের ক্যামিওতে ১৬৮ রানের পুঁজি পায় রাজশাহী। বরিশালের পক্ষে শাহিন আফ্রিদি ২টি এবং তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ ১টি করে উইকেট শিকার করেন।

আগেই ধারণা করা গিয়েছিল সিলেটের ব্যাটিং সহায়ক পিচে রাজশাহীর এই রান জয়ের জন্য যথেষ্ট নয়। আর ব্যাটিংয়ে নেমে সেটাই করে দেখাল বরিশাল। তামিমের ৪৮ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে ১৭.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। অপরপ্রান্তে মুশফিকুর রহিম ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া কাইল মায়ার্স ২৪ এবং তাওহীদ হৃদয় ১৩ রান করেন। রাজশাহীর হয়ে মহর শেখ ২টি এবং জিসান আলম ১টি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর:

দুর্বার রাজশাহী: ১৬৮/৪ (২০ ওভার)
ফরচুন বরিশাল: ১৬৯/৩ (১৭.৩ ওভার)
ফলাফল: ফরচুন বরিশাল ৭ উইকেটে জয়ী।

ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট