জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করলো ফরচুন বরিশাল। তামিম ইকবালের ফিফটিতে ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই জয়ে চিটাগং কিংসকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে তামিম ইকবালের দল।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে খেলতে নেমে ১৬ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।
বরিশালের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন তামিম ইকবাল। ৪৮ বলে ৬ চার ও ১ ছক্কার মারে এই রান করেন তিনি। তবে ১ রানের জন্য ফিফটি রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি ডেভিড মালান। ৪১ বলে ৩ চার ও ১ ছক্কার মারে ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ইংলিশ তারকা।
আরও পড়ুন:
»হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি তাবিথ
» অল্প খরচে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা, গুনতে হবে কত?
শেষদিনে জাহানদাদ খান ২ ছক্কায় ১৩ রান নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তবে আজ ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৩ বলে ২ রান করে ফিরে যান এই ওপেনার।
ঢাকা ক্যাপিটালসের হয়ে আবু জায়েদ রাহি ও থিসারা পেরেরা ১টি করে উইকেট শিকার করেন। তবে মোসাদ্দেক-মুস্তাফিজরা আজ কোনো উইকেটের দেখা পাননি।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। আগে ম্যাচে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ১৭ বল খেলে মাত্র ১৩ রান করে ফিরেছেন এই ওপেনার। তিনে নাম মুনিম শাহারিয়ার ৪ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন।
অপরপ্রান্তে ব্যাটাররা আসা-যাওয়ার মধ্যে থাকলেও একপ্রান্ত আগলে খেলে যান তানজিদ তামিম। শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই ওপেনার এদিন ৪৪ বলে ২ চার ও ৪ ছক্কার মারে ৬২ রান করেন। এছাড়া ফারমানউল্লাহ শফি ২২, মোসাদ্দেক হোসেন ১১ এবং সাব্বির রহমান ১০ রান করেন।
বরিশালের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন তানভীর ইসলাম। এছাড়া ফাহিম আশরাফ ২টি এবং জাহানদাদ খান রিপন মন্ডল ও মাহমুদউল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নেন।
বিপিএলের পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ৭ জয় নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। এক ম্যাচ কম খেলে ৪ জয় নিয়ে দুইয়ে উঠে এসেছে ফরচুন বরিশাল। আর ৪ ম্যাচে ৩ জয় নিয়ে তিনে অবস্থান করছে চিটাগং কিংস।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ক্যাপিটালস: ১৩৯/১০ (১৯.৩ ওভার)
ফরচুন বরিশাল: ১৪৫/২ (১৬ ওভার)
ফলাফল: ফরচুন বরিশাল ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তামিম ইকবাল ৬১(৪৮)
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৫/বিটি